বাংলাদেশকে নাটকীয়ভাবে হারিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ ক্রিকেটের সেমিফাইনালে জায়গা করে নিয়েছে আফগানিস্তান। এমন এক অর্জনে দারুণ খুশি অধিনায়ক রশিদ খান। ম্যাচ শেষে তিনি বলেন, সেমিফাইনালে খেলা আমাদের স্বপ্ন ছিল। যেভাবে আমরা টুর্নামেন্ট শুরু করেছিলাম তা আমাদের আত্মবিশ্বাস বাড়িয়ে দিয়েছিল। বিশেষ করে নিউজিল্যান্ডকে হারানোর পর আমরা সেমিফাইনালে খেলার ব্যাপারে আত্মবিশ্বাসী হয়ে উঠেছিলাম। এটা ছিল অবিশ্বাস্য।
আমরা সেমিফাইনালে খেলবো এই বিশ্বাসটা আমাদের ওপর রেখেছিলেন ওয়েস্ট ইন্ডিজের সাবেক অধিনায়ক ব্রায়ান লারা। তার ধারণাকে আমরা সঠিক প্রমাণ করেছি। যখন তার সঙ্গে দেখা করেছিলাম আমরা তাকে বলেছিলাম আমরা আপনাকে হতাশ করব না। আমরা আমাদের কথা রেখেছি।
রশিদ খান আরও বলেন, আমরা ভেবেছিলাম ১৩০ বা ১৩৫ রান ভালো একটা সংগ্রহ হবে। কিন্তু আমরা ১৫ রান কম করেছি। আমরা জানতাম তারা মরণ কামড় দেবে। আমরা এটাও জানতাম তাদের আক্রমণাত্মক ভূমিকা আমাদের সুবিধা এনে দেবে। যাহোক আমরা আমাদের দেশবাসীকে আনন্দ দিতে চেয়েছিলাম।
রশিদ খান আরও বলেন, আবহাওয়ার ওপর আমাদের হাত নেই। আমরা শুধু জানতাম ২০ ওভার খেলতে হবে এবং প্রতিপক্ষের ১০ উইকেট নিতে হবে। আমাদের বোলাররা সেই কাজটা ভালোভাবেই করেছে। যাহোক এই আনন্দ কিভাবে প্রকাশ করতে হবে তা আমার জানা নেই। আমাদের দেশবাসী কতটা খুশি হয়েছে তাও আমি ভাষায় প্রকাশ করতে পারব না।