দেশে ফিরেছে বাংলাদেশ দল

বিশ্বকাপ মিশন শেষ করে দেশে ফিরেছে বাংলাদেশের ক্রিকেটাররা। শুক্রবার সকাল ৯টায় হয়রত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে পৌঁছায় তারা।
 
বিশ্বকাপে সুপার এইট থেকে বিদায় নিয়েছে বাংলাদেশ। সুপার এইটের শেষ ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে সমীকরণ মেনে জয়  পেলে বাংলাদেশ সেমিফাইনাল খেলার সুযোগ পেত। কিন্তু বাংলাদেশ শেষ ম্যাচে আফগানিস্তানের কাছে হেরে যায়। সুপার এইটের তিন ম্যাচের কোনো ম্যাচেই জয় পায়নি টাইগাররা।
 
এর আগে গ্রুপ পর্বে শ্রীলঙ্কা, নেপাল ও নেদারল্যান্ডসকে হারায় বাংলাদেশ। শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ দিয়ে বাংলাদেশ বিশ্বকাপ মিশন শুরু করেছিল। শ্রীলঙ্কার বিপক্ষে জয় পাওয়ায় বাংলাদেশের সুপার এইটে খেলার সম্ভাবনা উজ্জ্বল হয়েছিল। পরে নেপাল ও নেদারল্যান্ডসকে হারিয়ে সুপার এইটে খেলে টাইগাররা।