অলিম্পিক নারী ফুটবল

স্বর্ণ পদকের লড়াইয়ে মুখোমুখি ব্রাজিল ও যুক্তরাষ্ট্র

অলিম্পিক নারী ফুটবলে স্বর্ণ পদকের লড়াইয়ে মুখোমুখি ব্রাজিল ও যুক্তরাষ্ট্র। মঙ্গলবার (৬ জুলাই) রাতে ব্রাজিল ৪-২ গোলে স্পেনকে হারিয়ে ফাইনালে খেলা নিশ্চিত করেছে। অন্যদিকে যুক্তরাষ্ট্র ফাইনালে ওঠার পথে ১-০ গোলে হারিয়েছে জার্মানিকে।

ব্রাজিল বেশ স্বস্তিদায়ক ব্যবধানে জয় পেলেও ম্যাচের শুরুটা মোটেও স্বস্তিদায়ক ছিল না। কেননা ম্যাচের শুরুতেই তারা আত্মঘাতী গোলে পিছিয়ে পড়েছিল। ইরিনা পারেদেসের অনিচ্ছাকৃত গোল ব্রাজিলকে পিছিয়ে দিয়েছিল। কিন্তু গাবি পোর্টিলহো ও অদ্রিয়ানার গোলে দুইবারের রূপা জয়ী দল ব্রাজিল ম্যাচে ফিরে আসে। ফাইনালে ওঠার সম্ভাবনা উজ্জ্বল করে।

গাবি পোর্টিলহো প্রথমার্ধের ইনজুরি সময়ে গোল করেন। আর অদ্রিয়ানার গোলটি ছিল ৭১ মিনিটে। পিছিয়ে পড়ে স্পেন খেলার ফেরার আপ্রাণ চেষ্টা করে। তার ফসলও তারা ঘরে তোলে। সালমা পারালুয়েলো ৮ মিনিটে গোল করে ব্যবধান কমান। সতীর্থদের উজ্জীবিত করে তোলেন। কিন্তু শেষ পর্যন্ত হতাশ হতে হয়। কেননা ৯১ মিনিটে আবার গোল পায় ব্রাজিল। কেরোলিন গোল করে দলকে ৪-১ গোলে এগিয়ে নেন। ম্যাচের শেষ বাঁশি বাজার আগে ১০২ মিনিটে পারালুয়েলো আবার গোল করেন। তবে ততক্ষণে স্পেনের সম্ভাবনা শেষ হয়ে যায়।

ম্যাচ শেষে অ্যাঞ্জেলিনা বলেন, এখন আমাদের উৎসবের সময়। তবে তা খুব সংক্ষিপ্ত সময়ের জন্য। কেননা আমাদের লক্ষ্য এখন ফাইনাল। স্পেনকে হারিয়ে আমরা বড় জয় পেয়েছি। স্পেন দুর্দান্ত এক দল। যাহোক এখন আমাদের বিশ্রাম দরকার। প্রতিপক্ষকে নিয়েও ভাবতে হবে।