রাওয়ালপিন্ডি টেস্টের শেষ দিন আজ। ম্যাচের ফল কি হবে তা সময়ই বলে দেবে। তবে পঞ্চম দিনের খেলা শুরু হওয়ার আগে পরিষ্কারভাবে এগিয়ে সফরকারী বাংলাদেশ। ব্যাটারদের দুর্দান্ত পারফরম্যান্সের ওপর ভর করে বাংলাদেশ প্রথম ইনিংসে ১১৭ রানের লিড পায়। চতুর্থ দিন শেষে স্বাগতিক পাকিস্তান তাদের দ্বিতীয় ইনিংস শুরু করে ২৩ রান করেছে। এই রান করতে তারা হারিয়েছে ১ উইকেট।
রোববার (২৫ আগস্ট) পাকিস্তান যখন ব্যাট হাতে নামবে, তখন বাংলাদেশ থেকে ৯৪ রান পিছিয়ে। ব্যাট হাতে ক্রিজে আসবেন প্রথম ইনিংসের দুই ব্যর্থ ব্যাটার ওপেনার আব্দুল্লাহ শফিক ও অধিনায়ক শন মাসুদ। আব্দুল্লাহ শফিক ১২ রানে ব্যাটিং শুরু করবেন। আর মাসুদের সংগ্রহ ৯ রান। আবহাওয়া পরিস্থিতি ঠিক থাকলে বাংলাদেশের এখন একটাই লক্ষ্য যত দ্রুত এবং যত কম রানে সম্ভব পাকিস্তানকে আটকে দেওয়া। পাকিস্তানকে চা বিরতির আগে অল আউট করতে পারলে বাংলাদেশের জয়ের ঝুঁকি নেওয়ার একটা সুযোগ আসবে।
এই সম্ভাবনা তৈরি করতে ভালো বোলিং প্রয়োজন। এ সম্পর্কে অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ বলেন, আমাদের ব্যাটাররা ভালো ব্যাটিং করেছেন। যেহেতু আমরা বোলিং করছি ফলে আমাদের একটা সুযোগ রয়েছে। প্রথম সেশনে আমরা যদি ভালো জায়গায় বোলিং করি আর যদি দ্রুত উইকেট নিতে পারি তাহলে আমাদের সুবিধা হবে।
মিরাজ আরও বলেন, আমরা ভালো লিডও পেয়েছি। এখন শুধু উইকেট নিতে হবে এবং ভালো বোলিং করতে হবে। বোলাররা চতুর্থ দিনের শেষভাবে যেভাবে বোলিং করেছে আমার খুব ভালো লেগেছ। শেষ দিনেও আশা করি ভালো বোলিং করবে।
দলের ব্যাটিং প্রসঙ্গে মিরাজ বলেন, পাকিস্তানের উইকেট অনেক সুন্দর। গত বছর এখানে এশিয়া কাপে আমি ওপেনিংয়ে নেমে সেঞ্চুরি করেছিলাম। এখানকার পিচ ব্যাটিংয়ের জন্য ভালো।