টি-২০ সিরিজ

দক্ষিণ আফ্রিকাকে হোয়াইট ওয়াশ করলো ওয়েস্ট ইন্ডিজ

টেস্ট সিরিজে না পারলেও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে জয়োৎসব করেছে ওয়েস্ট ইন্ডিজ। তিন ম্যাচের তিনটিতেই জয় পেয়েছে তারা। মঙ্গলবার (২৭ আগস্ট) শেষ ম্যাচে ৮ উইকেটের বিশাল ব্যবধানে জয় পেয়েছে ওয়েস্ট ইন্ডিজ। বৃষ্টি বিঘ্নিত ম্যাচে ১৩ ওভারে দক্ষিণ আফ্রিকা ৪ উইকেটে ১০৮ রান করেছিল। জবাবে ৯.২ ওভারে ২ উইকেট হারিয়ে ১১৬ রান সংগ্রহ করে।

এবারের সিরিজ জয়ের মাধ্যমে টি-টোয়েন্টিতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজের আধিপত্য অব্যাহত থাকলো। ২০২৩ সালের মার্চ মাস থেকে এই দুই দল দশ ম্যাচে মুখোমুখি হয়েছে। এর মধ্যে আট ম্যাচে জয় পেয়েছে ওয়েস্ট ইন্ডিজ।

বৃষ্টির কারণে ম্যাচটি এক ঘণ্টা দেরিতে শুরু হয়েছিল। শুধু তাই নয়, পরবর্তীতে আরো একবার ম্যাচ বৃষ্টির কবলে পড়ে। ফলে খেলার পরিধি কমিয়ে আনা হয়।

১৩ ওভারে ১১৬ রানের লক্ষ্যে খেলতে নামা ওয়েস্ট ইন্ডিজের শুরুটা ভালো ছিল না। দলীয় ২ রানে তারা অ্যালিক আথানাজেকে হারিয়েছিল। কিন্তু শাই হোপ, নিকোলাস পুরান আর শিমরন হেটমায়ের বিধ্বংসী ব্যাটিং ওয়েস্ট ইন্ডিজকে জয় এনে দেয়। শাই হোপ ২৪ বলে ৪২, পুরান ১৩ বলে ৩৫ আর হেটমায়ের  ১৭ বলে ৩১ রান করেন।

এর আগে দক্ষিণ আফ্রিকা রায়া রেকেলটনের ২৭, এইডেন মার্করামের ২০ ও ট্রিস্টান স্টাবসের ৪০ রানে ১০৮ রান করে।