একের পর এক হার সঙ্গী হচ্ছে পাকিস্তান ক্রিকেট দলের। ফলে দল সাজাতে হিমশিম খেতে হচ্ছে নির্বাচকদের। ইংল্যান্ডের কাছে প্রথম টেস্টে হারের পর আবার দলে পরিবর্তন এনেছে পাকিস্তান। দ্বিতীয় ও তৃতীয় টেস্টের জন্য দল ঘোষণা করেছে পাকিস্তান। সাবেক অধিনায়ক বাবর আজমকে পরবর্তী দুই টেস্টের জন্য নির্বাচকরা বিবেচনা করেননি। একই সঙ্গে দুই পেসার শাহীন শাহ আফ্রিদি ও নাসিম শাহকে বাইরে রেখেছে তারা। ফর্ম ও ফিটনেসের বিবেচনায় এই তিন নামী ক্রিকেটারকে বাইরে রাখা হয়েছে।
আগামী ১৫ অক্টোবর মুলতানে শুরু হবে দ্বিতীয় টেস্ট। তৃতীয় টেস্ট শুরু হবে ২৪ অক্টোবর। এ টেস্টের ভেনু্য রাওয়ালপিন্ড।
দল: শন মাসুদ (অধিনায়ক), সৌদ শাকির, আমের জামার, আব্দুল্লাহ শফিকি, হাসিবুল্লাহ, কামরান গোলাম, মেহরান মমতাজ, মীর হামজা, মোহম্মদ আলী, মোহাম্মদ হুরাইরা, মোহাম্মদ রিজওয়ান, নোমান আলি, সায়েম আইয়ুব, সাজিদ খান, সালমান আলী আগা ও জাহিদ মাহমুদ।