মুলতান টেস্ট

অবশেষে জয়ের মুখ দেখলো পাকিস্তান

পাকিস্তান ক্রিকেট দল অবশেষে দেশের মাটিতে টেস্ট ম্যাচ জয়ের দেখা পেয়েছে। মুলতানে অনুষ্ঠিত দ্বিতীয় টেস্ট ম্যাচে ইংল্যান্ডকে ১৫২ রানে হারিয়ে জয়ের মুখ দেখেছে। এ ম্যাচ জয়ের মাঝ দিয়ে তিন ম্যাচের সিরিজে পাকিস্তান সমতায় এনেছে। তিন ম্যাচের সিরিজ দ্বিতীয় ম্যাচ শেষে ইংল্যান্ড ১ পাকিস্তান ১।

২০২১ সালে পাকিস্তান সর্বশেষ নিজেদের মাটিতে টেস্ট জয়ের স্বাদ পেয়েছিল। বছরের শুরুতে রাওয়ালপিন্ডিতে দক্ষিণ আফ্রিকাকে হারিয়েছিল তারা। ২০২১ সালের ফেব্রুয়ারিতে পাওয়া জয়ের পর মুলতানে এসে তারা দেশের মাটিতে জয়ের মুখ দেখলো। ২৯৭ রানে জয়ের লক্ষ্যমাত্রা নিয়ে খেলতে নামা ইংল্যান্ডকে ১৪৪ রানে অল আউট করে তারা জয় পেয়েছে। ম্যাচ সেরা হয়েছেন সাজিদ খান। এ ইনিংসে দুই উইকেট নিয়ে ম্যাচে তার শিকার সংখ্যা ৯ উইকেট। প্রথম ইনিংসে তিনি ১১১ রানে ৭ উইকেট নিয়েছিলেন।

তবে দ্বিতীয় ইনিংসে নায়ক ছিলেন নোমান আলী। প্রথম ইনিংসে ৩ উইকেটে পাওয়া নোমান আলী এ ইনিংসে পেয়েছেন ৮ উইকেট। ১৬.৩ ওভারে ৪৬ রানে ৮ উইকেট পেয়েছেন তিনি। ম্যাচে তার মোট শিকার সংখ্যা ১১। নোমানের এটা ক্যারিয়ার সেরা বোলিং। ইনিংসে যেমন ম্যাচে তেমন তার এটা ক্যারিয়ার সেরা সাফল্য। ইংল্যান্ডের ২০ উইকেট এই দুই বোলার নিয়েছেন। মাত্র দুই বোলার প্রতিপক্ষের সব উইকেট শিকার করেছেন টেস্ট ক্রিকেটে এটা সপ্তম ঘটনা। পাকিস্তান এমন সাফল্য দেখিয়েছে দুইবার। সর্বশেষ এমন কৃতিত্ব দেখিয়েছিল অস্ট্রেলিয়া। তারা ১৯৭২ সালে লর্ডস টেস্টে ইংল্যান্ডের বিপক্ষে এমন কীর্তি গড়েছিল। ৫২ বছর পর আবার পাকিস্তান সেই কীর্তি গড়েছে।

ম্যাচের তৃতীয় দিন ইংল্যান্ড ২ উইকেটে ৩৬ রান নিয়ে দিন শেষ করেছিল। তখনই মূলত ইংল্যান্ডের হার অনেকটা নিশ্চিত হয়ে গিয়েছিল। আর আজ চতুর্থ দিনের শুরু থেকেই পাকিস্তানের দুই স্পিনার তাদের ওপর চড়াও হয়। একের পর এক নোমান আলী উইকেট তুলে নেন।

পাকিস্তানের নতুন অধিনায়ক শন মাসুদের অধীনে পাকিস্তানের এটা প্রথম টেস্ট জয়। টানা ছয় ম্যাচে হারের পর তিনি প্রথম জয়ের দেখা পেলেন।

সাজিদ খান ম্যাচ সেরা হলেও নোমান আলীর কীর্তিটা কম নয়। তবে কীর্তির শুরুটা করেছিলেন অভিষেক হওয়া ব্যাটার কামরান গোলাম (১১৮) ও সায়েম আইয়ুব (৭৭)। উভয়ে প্রথম ইনিংসে দায়িত্বশীল ব্যাটিং করেছেন। দ্বিতীয় ইনিংসে ব্যাট হাতে উজ্জ্বল ছিলেন সালমান আগা (৬৩)।