বড় নাটকীয়তার পরেও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট ম্যাচে বাদ পড়েই রইলেন সাকিব আল হাসান। টেস্টে বাংলাদেশের শেষ ভরসা টাইগার ক্রিকেটের সবচেয়ে অভিজ্ঞ খেলোয়াড় মুশফিকুর রহিম। সাকিবের না থাকায় মিডল অর্ডারে মুশফিকের ওপর চাপ থাকবে বেশি। আর এ চাপকে কাজে লাগিয়ে রেকর্ড গড়ার সুযোগ মুশফিকুরের। এই টেস্ট সিরিজে বেশকিছু রেকর্ড গড়ার সুযোগে মাঠে নামবেন তিনি।
বাংলাদেশের প্রথম ব্যাটসম্যান হিসেবে টেস্টে ৬ হাজার রানের মাইলফলক স্পর্শ করতে আর ৩৯ রান দরকার মুশফিকুর রহিমের। দেশের ইতিহাসে সর্বোচ্চ আন্তর্জাতিক রানের মালিক মুশফিক টেস্ট ক্যারিয়ারে করেছেন ৫ হাজার ৯৬১ রান। আর এই টেস্টে বাকি ৩৯ রান করেই মাইলফলক পূর্ণ করবে মুশফিক।
মিরপুরের মুশফিকের অর্জন: মুশফিকুর রহিমের ক্রিকেট ক্যারিয়ারের বড় অর্জনটা এসেছে মিরপুরের মাঠে। টেস্ট ক্যারিয়ারে এই মাঠে করেছেন ৪ হাজার ৯৫৬ রান। আর ৪৪ রান করলেই আন্তর্জাতিক ক্রিকেটে প্রথম ব্যাটসম্যান হিসেবে এক ভেন্যুতে ৫ হাজার পূরণ করবেন তিনি।