দরজায় কড়া নাড়ছে বিপিএল। সোমবার (৩০ ডিসেম্বর) একাদশ আসরের পর্দা উঠবে মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে। কিন্তু টিকিট প্রসঙ্গে এখনো সুনির্দিষ্ট কিছু জানায়নি বিসিবি। টিকিটের মূল্য কত কিংবা কোথায় পাওয়া যাবে তা এখনো সবার অজানা।
এর মধ্যে রোববার (২৯ ডিসেম্বর) ভোর থেকে মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে টিকিট কাউন্টারে ভিড় করতে শুরু করেন ক্রীড়ামোদীরা। পরে টিকিট না পেয়ে অনেকে হৈচৈ ও বিক্ষোভ করেন।
বেলা যতই গড়াচ্ছে দীর্ঘ হচ্ছে টিকিট প্রত্যাশীদের লাইন। কিন্তু বুথ বন্ধ থাকায় মিলছে না টিকিট। টিকিট না পেয়ে হতাশ দর্শকদের একটি অংশকে মিছিল করতে দেখা গেছে। আবার কেউ কেউ অবস্থান নিয়েছেন মিরপুর হোম অব ক্রিকেটের সামনে।
ভোর থেকে টিকিটের অপেক্ষায় থাকার কথা জানিয়ে এক সমর্থক বলেন, ফজরের পর টিকিটের জন্য এসেছি। তখন ছিল কয়েকজন, এখন দেখেন কত লম্বা লাইন। টিকিট কখন পাওয়া যাবে কিংবা আদৌ পাব কি না কোনো নিশ্চয়তা নেই।
বিক্ষুব্ধদের অভিযোগ, এখানে আসার পর টিকিটের জন্য যোগাযোগ করা হলে বলা হয় অনলাইনে দেবে, এখানে না। কিন্তু ওয়েবসাইটও বন্ধ, একটা জায়গায় তো চালু রাখবে তারা। আড়াইশ-তিনশ পোলাপান ভোর ৪টা থেকে এসে বসে আছে।’
এর আগে এবারের বিপিএলের টিকিট অনলাইনে ছাড়ার কথা বলা হয়েছিল বিসিবির পক্ষ থেকে। তবে এখন পর্যন্ত দেশের ক্রিকেটের সর্বোচ্চ এই সংস্থা কিছুই জানাতে পারেনি। গতকাল বিসিবির ওয়েবসাইটে ঢুকতেও সমস্যায় পড়েন সমর্থকরা। আজ সেটি সচল হলেও টিকিট সংক্রান্ত আপডেট আসেনি এখন পর্যন্ত।