সাকিব-লিটন নেই চ্যাম্পিয়ন্স ট্রফির দলে

চ্যাম্পিয়ন্স ট্রফির দলে নেই সাকিব আল হাসান। অবৈধ বোলিং অ‌্যাকশনের কারণে আন্তর্জাতিক ক্রিকেটে তিনি এখন বোলিংয়ে নিষিদ্ধ। শুধুমাত্র ব্যাটার হিসেবে তাকে দলে রাখার দিকে যাননি নির্বাচকরা। 

এছাড়াও বৈশ্বিক এই টুর্নামেন্টে দল থেকে আরও বাদ পড়েছেন লিটন দাস। তার দলে না থাকার কারণটা অবশ্য অফফর্ম। সাম্প্রতিক সময়ে ওয়ানডে ক্রিকেটে লিটন দাসের পারফরমেন্স খুবই বেহাল। ২০২৩ সালের অক্টোবর থেকে আজ পর্যন্ত লিটন দাস পেছনের ১৩টি ওয়ানডে ম্যাচে কোনো হাফসেঞ্চুরিও পাননি। সর্বশেষ ৭ ম্যাচের কোনটিতেই তিনি ডাবল ফিগারে পর্যন্ত যেতে পারেননি! এই ৭ ম্যাচে সবমিলিয়ে তার রান মাত্র ১৩। এমন অফফর্মে থাকা একজন ব্যাটারকে দলে অর্ন্তভুক্তির কোনো যুক্তিই খুঁজে পাননি নির্বাচকরা। 

সাকিব ও লিটন দাসের বাদ পড়া ছাড়া চ্যাম্পিয়ন্স ট্রফির দলে আর বড় কোনো খবর নেই। বাকি নিয়মিতরাই জায়গা পেয়েছেন দলে। অধিনায়ক হিসেবে এই টুর্নামেন্টে নাজমুল হোসেন শান্তর নাম আগেই ঘোষণা করেছে বিসিবি। আগামী ১৯ ফেব্রুয়ারি পাকিস্তান এবং দুবাইয়ে আট দলের এই টুর্নামেন্ট শুরু হচ্ছে। বাংলাদেশ খেলবে ‘এ’ গ্রুপে ভারত, পাকিস্তান ও নিউজিল্যান্ডের বিরুদ্ধে।   

চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশ দল: 
নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, সৌম্য সরকার, পারভেজ ইমন, তাওহীদ হৃদয়, মাহমুদউল্লাহ রিয়াদ, মুশফিকুর রহিম, জাকের আলী, মেহেদি হাসান মিরাজ, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান, নাহিদ রানা, তানজিম হাসান সাকিব।