তামিম ইকবালকে ‘ভারতের দালাল’ বলা ও ক্রিকেটারদের টাকার খোঁটা দেওয়া বিসিবি পরিচালক এম নাজমুল ইসলামের পদত্যাগের দাবিতে ধর্মঘট পালন করছেন ক্রিকেটাররা। এজন্য আজকের বিপিএল ম্যাচ অনুষ্ঠিত হয়নি। দিনের দ্বিতীয় ম্যাচটাও বাতিল হয়েছে। এমতাবস্থায় সংবাদ সম্মেলন করে নিজেদের অবস্থান পরিস্কার করেছেন ক্রিকেটাররা। সংবাদ সম্মেলন মেহেদী হাসান মিরাজ জানিয়েছেন, বিসিবির টাকা এসেছে ক্রিকেটারদের শ্রমে আর ঘামে। সরকার ক্রিকেটারদের টাকা দেয় না, বরং ক্রিকেটারই সরকারকে ২৫ শতাংশ ট্যাক্স দেয়।
১৫ জানুয়ারি (বৃহস্পতিবার) রাজধানীর একটা হোটেলে সংবাদ সম্মেলনে জাতীয় দলের অধিনায়ক মেহেদী হাসান মিরাজ বলেন, ‘একটা জিনিস ক্লিয়ার করা উচিত। আমরা খারাপ খেললে অনেকেই বলে আপনারা খারাপ খেলতেছেন আমাদের টাকায়তো আপনারা চলেন, আমরা টাকা দেই বলেইতো আপনারা খেলছেন। জিনিসটা আসলে এরকম না। আমরা যেই টাকাটা আয় করি তার সর্বোচ্চটা আইসিসি এবং স্পনসর থেকে আসে।’
মিরাজ আরও বলেন, ‘আজকে ক্রিকেট বোর্ডের যেই টাকাটা আছে আমার কাছে মনে হয় যারা জাতীয় দলে প্রথম থেকে এখন পর্যন্ত খেলছে তাদেরও এখানে একটা অংশ আছে। মাঠে খেলা হচ্ছে বলেই বোর্ড ভালো জায়গায় আছে। খেলাই যদি না হয় স্পন্সরও আসবে না, আইসিসি থেকে লভ্যাংশও আসবে না। প্রত্যেকটা মানুষের জানা উচিত যে আমরা কিন্তু সরকারকে ট্যাক্স দেই, এবং আমরা যে টাকা পাই সেটা সরকার দেয় না। সেটা স্পন্সর এবং আইসিসি থেকে আসে।’
ক্রিকেটারদের সংগঠন কোয়াবের সভাপতি মোহাম্মদ মিঠুন বলেন, ‘আমরা অবশ্যই খেলতে চাই, তবে আমাদের দাবীগুলা মানার পরে। বিসিবি থেকে সুষ্ঠু সমাধান হলে, আমরা অবশ্যই মাঠে যাব। আমরা খেলার বিপক্ষে না। কিন্তু সবকিছুর তো একটা লিমিট আছে। এখানে শুধু আমার না, পুরো ক্রিকেট অঙ্গনকে প্রশ্নবিদ্ধ করেছে। সবাইকে অপমান করা হয়েছে।’
উল্লেখ্য, গতকাল এক অনুষ্ঠানে বিসিবি পরিচালক তথা অর্থ কমিটির চেয়ারম্যান এম নাজমুল ইসলাম বলেছিলেন, ‘আমরা যে ওদের পেছনে এত খরচ করছি, বিভিন্ন জায়গায় গিয়ে ওরা কিছুই করতে পারছে না। আজ পর্যন্ত আমরা একটাও বৈশ্বিক অ্যাওয়ার্ড পেয়েছি? কোনো একটা জায়গায় আমরা কতটুকু কী করতে পারছি? আমরা তাহলে তো প্রত্যেকবারই বলতে পারি, তোমরা খেলতে পারোনি, তোমাদের পেছনে যা খরচ করেছি, এটা এবার তোমাদের কাছ থেকে আমরা নিতে থাকি, ফেরত দাও।’
এরপর ক্রিকেটাররা দাবি জানান, এই পরিচালক পদত্যাগ করা না পর্যন্ত তারা মাঠে নামবেন না। যে কারণে আজকের বিপিএল ম্যাচ দুটি অনুষ্ঠিত হচ্ছে না। আজ দুপুরে এম নাজমুল ইসলামকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তবে ক্রিকেটাররা তাদের দাবিতে অনড়। এই রিপোর্ট লেখা পর্যন্ত নাজমুল ইসলাম পদত্যাগ করেননি।
যে কারণে হোটেল শেরাটনে জড়ো হচ্ছেন ক্রিকেটাররা
বিপিএল বর্জনের হুঁশিয়ারি ক্রিকেটারদের
নাজমুলের পদত্যাগ দাবি, অন্যথায় খেলা বন্ধের ঘোষণা
