বিরাট-রোহিতদের জন্য যে ১০ নিয়ম বেঁধে দিল বিসিসিআই

অস্ট্রেলিয়ার বিপক্ষে শোচনীয় হারের পর রোহিত-কোহলিদের নিয়ে সমালোচনা যেন থামছেই না। এভাবে সিরিজ হারার পর দলের অনেক কিছু নিয়েই উঠছে নানা প্রশ্ন। আর সে কারণেই ভারতীয় ক্রিকেটারদের নতুন নিয়ম বেঁধে দিলো বিসিসিআই।

সম্প্রতি একটা রিভিউ মিটিং করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড। সেখানে জাতীয় দলের হেড কোচ গৌতম গম্ভীর, ওয়ানডে ও টেস্ট অধিনায়ক রোহিত শর্মা, প্রধান নির্বাচক অজিত আগারকার এবং বিসিসিআই সেক্রেটারি দেভাজিৎ সাইকিয়া উপস্থিত ছিলেন। আর এই রিভিউ মিটিংয়েই ভারতের ক্রিকেটারদের জন্য নতুন ১০টি নিয়ম বেধে দিয়েছে বোর্ড। এই গাইডলাইন না মানলে আইপিএল খেলায় নিষেধাজ্ঞা আসতে পারে। এমন কি বোর্ডের চুক্তি তালিকা থেকেও বাদ দেয়া হতে পারে। 

ভারতের ক্রিকেটারদের যে ১০ নিয়ম বেধে দিয়েছে বিসিসিআই-

১. নিয়মিত ঘরোয়া ক্রিকেট খেলা বাধ্যতামূলক 

২. দেড়মাসের বিদেশ সফরে সর্বোচ্চ ১৪ দিন থাকতে পারবে পরিবার

৩. ব্যক্তিগত কর্মীরা থাকতে পারবেন না দলের সঙ্গে

৪. একা নয়, টিম বাসেই করতে হবে যাতায়াত

৫. বিদেশে ৩টির বেশি সুটকেস নেওয়া চলবে না

৬. আলাদা করে লাগেজ পাঠানোর ক্ষেত্রে বাড়তি খরচ ক্রিকেটারদেরই

৭. যখন তখন অনুশীলন ছেড়ে বেরিয়ে আসা যাবে না

৮. সিরিজ চলাকালীন ব্যক্তি ফটোশুট বা বিজ্ঞাপনে নিষেধাজ্ঞা

৯. বোর্ডের ফটোশুট এবং অনুষ্ঠানে ক্রিকেটারদের হাজিরা বাধ্যতামূলক

১০. ম্যাচ তাড়াতাড়ি শেষ হলেও বাড়ি ফিরতে পারবেন না ক্রিকেটাররা