আইসিসি অনূর্ধ্ব-১৯ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে জয় দিয়ে শুরু করল বাংলাদেশ। আসরের উদ্বোধনী দিনে ম্যাচেই খেলছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী দল জিতল অনায়াসে। নেপালকে হারাল ৫ উইকেটে।
টস জিতে বাংলাদেশ প্রথমে ব্যাট করতে পাঠায় নেপাল অনূর্ধ্ব-১৯ দলকে। টাইগ্রেস জুনিয়রদের বোলিং তোপে পড়ে মাত্র ৫২ রানে অলআউট হয় নেপাল। এরপর ১৩.২ ওভারে ৫ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পা রাখে বাংলাদেশ দল।
মাত্র ৫৩ রান তুলতেই অবশ্য বেশ বেগ পতে হয়েছে বাংলাদেশ দলকে। ইনিংসের দ্বিতীয় বলে চার মেরে রানের খাতা খোলা সুমাইয়া আক্তার, আউট তার পরের বলে। আরেক ওপেনার ফাহমিদা ছোঁয়াও মাত্র ১ রান করে আউট। উইকেটরক্ষক ব্যাটার জুয়াইরিয়া ফেরদৌস মাত্র দুই রানে ফেরেনন। ১১ রানের মাথায় ৩ উইকেট শেষ।
এরপর লড়েন অধিনায়ক সুমাইয়া আক্তার ও সাদিয়া ইসলাম। ১৬ রান করে আউট হন সাদিয়া। অধিনায়ক সুমাইয়া ১২ রান। আফিয়া আসিমা ইরা ও জান্নাতুল মাওয়ার ব্যাটিংয়ে জয় তুলে নেয়।
এর আগে আজ শনিবার মালয়েশিয়ায় ইউকেএম ক্রিকেট ওভালে টস হেরে আগে ব্যাট করতে নেমে ১৮.২ ওভারে অলআউট হয়ে ৫২ রান তুলে নেপাল অনূর্ধ্ব-১৯ দল। দলের হয়ে সর্বোচ্চ ১৯ রান করেন সানা পারভিন। ১০ রান আসে সীমানা কেসির ব্যাট থেকে।
বাংলাদেশের হয়ে ১১ রানে ২ উইকেট নেন জান্নাতুল মাওয়া। একটি করে উইকেট নিয়েছেন আনিসা আক্তার সুবা, ফাহমিদা ছোঁয়া ও নিশি। আসল ক্যারিশমা দেখালেন বোলাররাই। তাদের দাপটেই এসেছে এই জয়!