বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যে তিন ম্যাচের নারী ওডিআই সিরিজটি রোববার (১৯ জানুয়ারি) সেন্ট কিটসে শুরু হবে। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের নারী ওডিআই সিরিজ নিয়ে বাংলাদেশ জাতীয় নারী দলের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি দলের প্রস্তুতি এবং প্রত্যাশা সম্পর্কে তার মতামত ব্যক্ত করেছেন।
নিগার সুলতানা জ্যোতি বলেন, ভারতে এই বছর অনুষ্ঠিত হতে যাওয়া আইসিসি নারী বিশ্বকাপে সরাসরি যোগ্যতা অর্জনের জন্য এই সিরিজটি বাংলাদেশের ভাগ্য নির্ধারণ করবে। এবার ব্যাটার ও বলার ভালো পারফরম্যান্স করবে বলে আশাবাদী।
ওয়েস্ট ইন্ডিজ নারী দলের বিপক্ষে সেন্ট কিটসে ১৯, ২১ এবং ২৪ জানুয়ারি তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে বাংলাদেশ নারী দল।
একই ভেন্যুতে ২৭, ২৯ ও ৩১ জানুয়ারি হবে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে মাঠে নামবে জ্যোতিরা।
বাংলাদেশ দল : নিগার সুলতানা জ্যোতি (অধিনায়ক), নাহিদা আকতার (সহ-অধিনায়ক), মুর্শিদা খাতুন, দিলারা আকতার, শারমিন আকতার সুপ্তা, সোবহানা মোস্তারি, স্বর্ণা আকতার, লতা মন্ডল, রাবেয়া, ফাহিমা খাতুন, ফারিহা ইসলাম তৃষ্ণা, সুলতানা খাতুন, ফারজানা হক, তাজ নেহার, সানজিদা আকতার মেঘলা, মারুফা আকতার।