রোহিত শর্মাকে নেতৃত্ব থেকে সরিয়ে দিচ্ছে বিসিসিআই!

বড় অর্জনের জন্য দীর্ঘমেয়াদী পরিকল্পনা করতে হয়। সে ভাবনা থেকে ক্রিকেটবিশ্বের নজর এখন দুই বছর দূর ২০২৭ ওয়ানডে বিশ্বকাপে। শিরোপা অর্জনের লক্ষ্য নিয়ে আগেভাগেই দল গোছানোর প্রস্তুতি নিচ্ছে দলগুলো। এ থেকে পিছিয়ে নেই ভারত। দলের কল্যাণে বর্তমান অধিনায়ক রোহিত শর্মাকে সরিয়ে দেওয়ার পরিকল্পনা ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই)।

ভারতীয় গণমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার মতে, চ্যাম্পিয়ন্স ট্রফি শেষ হওয়ার পরই রোহিতের বিষয়ে চূড়ান্ত নেবে বিসিসিআই। বোর্ড এমন একজন অধিনায়ক চাইছে, যিনি বিশ্বকাপ পর্যন্ত দলকে নেতৃত্ব দিতে পারবেন।

আগামী রোববার চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে ভারতের মুখোমুখি হবে নিউজিল্যান্ড। এরপরই ক্রিকেটারদের সঙ্গে কেন্দ্রীয় চুক্তির ঘোষণা দেবে বিসিসিআই। তখনই বোঝা যাবে, ভারতীয় ক্রিকেটের ভবিষ্যৎ।

অনেকে মনে করছেন, চ্যাম্পিয়ন্স ট্রফির পর ওয়ানডে থেকে অবসর নেবেন রোহিত। তবে বোর্ড মনে করছে, রোহিত হয়তো অনেক কয়েক বছর ভারতের হয়ে খেলতে চান। অবসরের সিদ্ধান্ত শুধু রোহিতের। তবে অধিনায়কত্বের সিদ্ধান্ত নিতে প্রস্তুত বোর্ড। দলের জন্য যা ভালো হবে, তাই করবেন তারা।

বিসিসিআইয়ের একটি সূত্র টাইমস অব ইন্ডিয়াকে বলেছে, ‘রোহিত ভারতের হয়ে আরও কয়েক বছর খেলতে চায়। তাকে বলা হয়েছে চ্যাম্পিয়ন্স ট্রফির পর নিজের পরিকল্পনা বিস্তারিত জানাতে। অবসর অবশ্যই ওর সিদ্ধান্ত হবে। তবে অধিনায়কত্ব নয়।’

গেল বছরের জুনে বিশ্বকাপ শিরোপা জেতার পর টি-টোয়েন্টি অবসর ঘোষণা করেছেন রোহিত। যে কারণে চলতি বছরের কেন্দ্রীয় চুক্তিতে ডানহাতি ব্যাটারকে এ+ ক্যাটাগরিতে রাখা হবে কিনা, তা নিয়েও চলছে আলোচনা। নিয়ম অনুযায়ী, এই ক্যাটাগরি দেওয়া হয় সে সব ক্রিকেটারদের, যারা তিন ফরম্যাটেই ধারাবাহিকভাবে পারফর্ম করেন।

রোহিতের মতো এ+ ক্যাটগরিতে আছেন টি-টোয়েন্টি থেকে অবসর নেওয়া বিরাট কোহলি ও রবীন্দ্র জাদেজাও। বোর্ডকে এখন সিদ্ধান্ত নিতে হবে যে, তাদের ডাউনগ্রেড করবে নাকি একই গ্রুপেই রেখে দেওয়া হবে। চ্যাম্পিয়ন্স ট্রফির পারফরম্যান্স বিবেচনা করেই সিদ্ধান্ত নেওয়া হবে।

টাইমস অব ইন্ডিয়ার সূত্র আরও বলেছে, ‘বোর্ড রোহিতের সিদ্ধান্তের জন্য অপেক্ষা করবে। সে যদি চ্যাম্পিয়ন্স ট্রফির পর অবসর নেয়, তাহলে কর্মকর্তারা দেখবেন, কী করা দরকার। এই সত্যটি অস্বীকার করার কিছু নেই যে, রোহিত ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে সাফল্যের সঙ্গে নেতৃত্ব দিয়েছিল এবং চ্যাম্পিয়ন্স ট্রফিতেও ভালো করেছে।’