আইসিসির ওয়ানডে ইভেন্টে নিউজিল্যান্ডের একমাত্র শিরোপাটি এসেছিল ২০০০ সালের চ্যাম্পিয়ন্স ট্রফিতে। এরপর ওয়ানডে বিশ্বকাপের ফাইনালে উঠলেও ফরম্যাটটিতে ২৫ বছরে তাদের আর কোনো বৈশ্বিক সাফল্য নেই।
আজ (৯ মার্চ) বিকেল ৩টায় দুবাইয়ের আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে চ্যাম্পিয়ন্স ট্রফির মহারণী ফাইনালে মুখোমুখি হবে ভারত ও নিউজিল্যান্ড। ইতোমধ্যে চলতি আসরেই তারা গ্রুপপর্বে একবার মুখোমুখি হয়েছিল। যেখানে ভারতের বিপক্ষে হেরেছে কিউইরা। তবু বলা হচ্ছে, ভারতকে এই মুহূর্তে হারানোর মতো কেবল এই দলটিই রয়েছে!
রঙিন পোশাকে লম্বা সময় শিরোপা না জেতা কিউইদের সর্বশেষ বৈশ্বিক সাফল্য এসেছে এই ভারতেরই বিপক্ষে। ২০২১ সালে কেইন উইলিয়ামসনের দল বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের প্রথম আসরের ফাইনালে হারায় রোহিতদের।
চ্যাম্পিয়ন্স ট্রফির গ্রুপপর্বে ভারতের কাছে হারলেও ফাইনালে জিততে আশাবাদী কিউই অধিনায়ক মিচেল স্যান্টনার বলেন, আমরা এখন পর্যন্ত ভালো ক্রিকেট খেলেছি। এই ধারা অব্যাহত রেখে সামনের দিকে এগিয়ে যেতে চাই। আমাদের লক্ষ্য শিরোপা জয় করা। ভারতকে হারাতে হলে তাদের চেয়েও ভালো ক্রিকেট খেলতে হবে। দলের সবাই শিরোপার জন্য মুখিয়ে আছে।
এখন পর্যন্ত ওয়ানডেতে ১১৯ বার মুখোমুখি হয়েছে ভারত ও নিউজিল্যান্ড। এর মধ্যে ভারত ৬১ এবং নিউজিল্যান্ড জিতেছে ৫০ ম্যাচ। ১ ম্যাচ টাই ও ৭টি পরিত্যক্ত হয়। আইসিসি ইভেন্টে এই দুই দলের মধ্যে রুদ্ধশ্বাস লড়াই হয়েছে। বিশ্বকাপে ১০ ও চ্যাম্পিয়ন্স ট্রফির দুই ম্যাচ মিলিয়ে ম্যাচ মিলিয়ে উভয় দল মুখোমুখি হয়েছে মোট ১২ বার, যেখানে দুই দলই জিতেছে ৬টি করে। সমীকরণটা এরকম– বিশ্বকাপে ৫-৫, চ্যাম্পিয়ন্স ট্রফিতে ১-১।