আরও একবার ফাইনালে এসে ট্রফি জিততে না পারার আক্ষেপে পুড়লো নিউজিল্যান্ড, পেল হৃদয়ভাঙার স্বাদ। আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে ভারতের কাছে ৪ উইকেটে হেরেছে কিউইরা।
ফাইনাল ম্যাচ শেষে দলের ধারাবাহিকতা, টুর্নামেন্টজুড়ে এবং ফাইনালেও লড়াকু মনোবলের প্রশংসা করেছেন কিউই অধিনায়ক মিচেল স্যান্টনার।
স্যান্টনার বলেন, ভালো শুরুর পর অবশ্যই আমাদের আরও ভালো রান করা দরকার ছিল। তবে লড়াই করার মত পুঁজি পেয়েছিলাম আমরা। আমাদের কাজ চ্যালেঞ্জিং করে দিয়েছে ভারতের স্পিনাররা। তবে আমার দল নিয়েও আমি গর্বিত। তারা লড়াই চালিয়ে গেছে এবং উইকেট তুলে নিয়ে ভারতের কাজটা কঠিন করে দেওয়ার চেষ্টা চালিয়ে গেছে।
কিউই অধিনায়ক আরও বলেন, ফাইনালে ভালো দলের সাথে খেলতে হবে সবসময়। কারণ তারাও ভালো খেলে ফাইনালে আসে। আজকে যেভাবে লড়াই করেছি তাতে বেশ খুশি। মাঠে আমরা হাল ছেড়ে দেইনি। অম্লমধুর অভিজ্ঞতা হয়েছে।
বড় মঞ্চে বারবার হারের কারণ প্রসঙ্গে বলতে গিয়ে স্যান্টনার বলেন, বড় মঞ্চে (হাসি) বারবার ভারতের সামনেই পড়তে হচ্ছে। যা সবসময়ই চ্যালেঞ্জ। আপনাকে মেনে নিতে হবে এটা অনেক বড় ম্যাচ। টুর্নামেন্টজুড়ে যা করেছি, এখানে কন্ডিশন কিছুটা ভিন্ন ছিল। তবুও আজকে ভালো করেছি আমরা। ভারতকে শেষ পর্যন্ত টেনে নিয়েছি। কিছু মুহূর্ত সব ম্যাচেই থাকে যেগুলো নিয়ে পরে আক্ষেপ করা যায়।
দলের পারফরম্যান্স নিয়ে স্যান্টনার আরও বলেছেন, একদম পারফেক্ট কখনোই হবে না। একেক দিন একেক জন দায়িত্ব নিয়েছে। আমরা এখানে কোনো কিছু নিয়ে অভিযোগ জানাতে পারি না। যেভাবে লড়াই করে গেছি ভিন্ন কন্ডিশনে সবাইকে নিয়ে অনেক খুশি।