মাহমুদউল্লাহ রিয়াদ টেস্ট ও টি-টোয়েন্টি থেকে আগেই অবসর নিয়েছিলেন, ২০২১ সালে টেস্ট ও গত বছর টি-টোয়েন্টিকে বিদায় জানান তিনি। খেলে যাচ্ছিলেন ওয়ানডেতে, আজ (১২ মার্চ) সেই ফরম্যাট থেকেও সরে দাঁড়ালেন।
মাশরাফী, তামিম, মুশফিক, সাকিব ও রিয়াদ মিলে বাংলাদেশের ক্রিকেটে পঞ্চপান্ডব পরিচিতি পেয়েছিলেন। প্রথম তিনজন বিদায়ী রিয়াদকে শুভকামনা জানিয়েছেন, বাকি থাকলেন না সাকিব আল হাসানও।
ফেসবুকে এক স্ট্যাটাসে সাকিব লেখেন, ‘রিয়াদ ভাই, আপনার পাশে খেলা এবং আপনার কাছ থেকে শেখা আমার জন্য সৌভাগ্যের। আপনি মাঠে এবং মাঠের বাইরে উভয় ক্ষেত্রেই উদাহরণ স্থাপন করেছেন এবং আপনার রেকর্ডই কথা বলে। খেলার প্রতি আপনার নিষ্ঠা, স্থিতিস্থাপকতা এবং ভালোবাসার জন্য জাতি আপনার কাছে ঋণী। আল্লাহ আপনাকে এবং আপনার পরিবারকে আশীর্বাদ করুন এবং নতুন যাত্রায় আপনাকে পথ দেখান।’
পঞ্চপান্ডবের বাকি তিনজন রিয়াদের অবসর নিয়ে কী বললেন?
মাশরাফী লেখেন, ‘দারুণ এক আন্তর্জাতিক ক্যারিয়ারের জন্য অভিনন্দন, রিয়াদ। তোর নামের পাশে যে সংখ্যাগুলো আছে, সেসবের সীমানা ছাড়িয়ে তুই আমাদের কাছে আরও অনেক ওপরে। আমরা জানি, দলের তোকে কতটা প্রয়োজন ছিল এবং দলের সেই চাওয়ার সঙ্গে তুই কতটা মিশে গিয়েছিলি।’
তামিমের কাছে রিয়াদ বাংলাদেশের ক্রিকেটের অন্যতম স্তম্ভ। ড্যাশিং ওপেনার লিখেছেন, ‘রিয়াদ ভাই, বর্ণাঢ্য আন্তর্জাতিক ক্যারিয়ার শেষ করার জন্য অভিনন্দন। আপনি বাংলাদেশ ক্রিকেটের অন্যতম স্তম্ভ এবং মাঠে এবং মাঠের বাইরে আমাদের অনেকের অনুপ্রেরণা।’
মুশফিক লেখেন, ‘এত বছর ধরে আপনার সাথে মাঠ ভাগাভাগি করে নিতে পারা সত্যিই সম্মানের। আপনার নির্দেশনা এবং একসাথে আমাদের অসংখ্য স্মৃতির জন্য ধন্যবাদ। জাতির জন্য যা করেছেন তাতে আমি অত্যান্ত গর্বিত।’