আসন্ন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) শুরু থেকে দলের সেরা পেসার জসপ্রিত বুমরাহকে দলে পাবে না মুম্বাই ইন্ডিয়ান্স।
ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ইএসপিএনক্রিকইনফো জানিয়েছে, এপ্রিলের শুরুর দিকে মুম্বাই দলে যোগ দেবেন বুমরাহ। ২৩ মার্চ আইপিএলে নিজেদের প্রথম ম্যাচ খেলবে মুম্বাই। এরপর এপ্রিলের আগে দু’টি ম্যাচ খেলবে মুম্বাই। অর্থাৎ দলে যোগ দেওয়ার আগে অন্তত তিন ম্যাচ খেলতে পারবেন না বুমরাহ।
৪ এপ্রিল নিজেদের চতুর্থ ম্যাচ খেলবে মুম্বাই। ঐ ম্যাচ দিয়ে মাঠে ফিরতে পারেন তিনি। তবে সব কিছুই নির্ভর করছে বিসিসিআইয়ের সেন্টার অব এক্সিলেন্সের মেডিকেল টিমের ছাড়পত্রের উপর। বর্তমানে বেঙ্গালুরুতে পুনর্বাসন প্রক্রিয়ায় আছেন বুমরাহ।
৪ জানুয়ারি অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্টে সিরিজের শেষ টেস্টের দ্বিতীয় দিন পিঠের ইনজুরিতে পড়েন বুমরাহ। এরপর থেকেই মাঠের বাইরে আছেন।
সদ্য শেষ হওয়া আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির প্রাথমিক দলে থাকলেও, ইনজুরি থেকে পুরোপুরি সুস্থ হয়ে উঠতে না পারায় দল থেকে বাদ পড়েন বুমরাহ।