সিঙ্গাপুরে উন্নত চিকিৎসা শেষে আজ (১২ এপ্রিল) দেশে ফিরেছেন তামিম ইকবাল। আর ফিরে এসেই চলে গেলেন মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে। বিকেএসপিতে ম্যাচ খেলতে গিয়ে হার্ট অ্যাটাক হওয়ার পর এটাই প্রথম তার মিরপুর স্টেডিয়ামে আসা।
আজ চলছে মোহামেডান ও আবাহনী লিমিটেডের মধ্যকার ম্যাচ। তবে তিনি চিরপ্রতিদ্বন্দ্বীদের বিপক্ষে নিজ দলের লড়াই দেখতে মিরপুরে আসেননি। সিঙ্গাপুর থেকে তিনি ঢাকায় ফিরে কথা বলতে চেয়েছেন বিসিবির ডাক্তারের সঙ্গে। সে কারণেই মিরপুরে আসা।
২৪ মার্চ বিকেএসপিতে ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) একটি ম্যাচ শুরুর আগে দুই দফায় হার্ট অ্যাটাক করেন মোহামেডানের অধিনায়ক তামিম ইকবাল। হৃদরোগের জটিলতা কাটিয়ে গেল ২৮ মার্চ রাজধানীর এভারকেয়ার হাসপাতাল থেকে বাসায় ফিরেছিলেন তামিম ইকবাল।
পরে সোমবার (৭ এপ্রিল) রাতে উন্নত চিকিৎসার জন্যসিঙ্গাপুরের উদ্দেশে দেশ ছেড়েছিলেন তামিম।