আইপিএল ২০২৫-এর শেষ ধাপে এসে জমে উঠেছে প্লে-অফের লড়াই। তিন দল-গুজরাট টাইটান্স, রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ও পাঞ্জাব কিংস-জায়গা নিশ্চিত করেছে সেরা চারে। কিন্তু চতুর্থ ও শেষ স্থানটি কে দখল করবে, তা নির্ধারণ হবে এক রুদ্ধশ্বাস প্রতিযোগিতায়-মুম্বাই ইন্ডিয়ান্স বনাম দিল্লি ক্যাপিটালস ম্যাচে।
এই ম্যাচ ঘিরে বাংলাদেশের ক্রিকেটপ্রেমীদের আগ্রহ একটু বেশিই। কারণ দিল্লি দলে আছেন বাঁহাতি পেসার মুস্তাফিজুর রহমান। যদিও তিনি মূল স্কোয়াডে ছিলেন না, তবে জেইক ফ্রেজার-ম্যাকগার্কের বদলি হিসেবে সুযোগ পেয়েছেন দলে।
১২ ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে আছে মুম্বাই ইন্ডিয়ান্স, নেট রান রেট +১.১৫৬। এক ম্যাচ কম জিতে দিল্লির পয়েন্ট ১৩, নেট রান রেট ০.২৬০। বুধবার ওয়াংখেড়েতে মুখোমুখি হবে এই দুই দল। যদি মুম্বাই জিতে যায়, তাহলে ১৬ পয়েন্ট নিয়ে নিশ্চিত হয়ে যাবে তাদের প্লে-অফ। ম্যাচ না খেলেই বিদায় নিতে হবে দিল্লিকে।
দিল্লি যদি জয় পায়, তাহলে শেষ ম্যাচ পর্যন্ত থাকবে উত্তেজনা। সেখানে তাদের প্রতিপক্ষ পাঞ্জাব কিংস। দিল্লি যদি মুম্বাইকে হারিয়ে দেয় এবং পরে পাঞ্জাবকে হারাতে পারে, তাহলে তারা ১৭ পয়েন্ট নিয়ে চলে যাবে প্লে-অফে। তবে পাঞ্জাবের কাছে হারলে আবার মুম্বাইয়ের সামনে সুযোগ থাকবে সোমবারের ম্যাচে পাঞ্জাবকে হারিয়ে জায়গা করে নেওয়ার। বুধবারের ম্যাচে হার মানেই শেষ নয়, তবে জিতলেই ফয়সালা।
মুস্তাফিজুর রহমানের দিল্লি এখনো টিকে আছে। মুম্বাইয়ের বিপক্ষে জিতলে সম্ভাবনার দরজা খুলে যাবে, যা আরও কয়েকটি ম্যাচে মাঠে দেখার সুযোগ এনে দেবে কাটার মাস্টারকে।