বিসিবিতে নেতৃত্ব পরিবর্তনের নাটকীয় পরিবর্তন। পরিচালকদের সর্বসম্মত সিদ্ধান্তে জাতীয় দলের সাবেক অধিনায়ক আমিনুল ইসলাম বুলবুলকে অন্তর্বর্তীকালীন সভাপতি নির্বাচিত করা হয়েছে। একই দিন সিনিয়র ভাইস প্রেসিডেন্ট হয়েছেন নাজমুল আবেদীন ফাহিম ও ভাইস প্রেসিডেন্ট হয়েছেন আরেক পরিচালক ফাহিম সিনহা।
বোর্ড সভায় সভাপতির চেয়ারটি খালি ছিল। কারণ সদ্য সাবেক সভাপতি ফারুক আহমেদ আনুষ্ঠানিকভাবে সেই পদে নেই। কয়েকদিন আগেই তার বিরুদ্ধে বিসিবির পরিচালকদের একটি বড় অংশ অনাস্থা জানালে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) তার বোর্ড পরিচালকের মনোনয়ন বাতিল করে। এতে স্বয়ংক্রিয়ভাবে তিনি সভাপতির পদ হারান।
ফারুক বিষয়টি সহজে মেনে নিচ্ছেন না। বরং তিনি এটিকে জোরপূর্বক অপসারণ বলে দাবি করে আইসিসির কাছে লিখিত অভিযোগ করেছেন। তার দাবি, 'আমি পদত্যাগ করিনি। আমাকে বেআইনিভাবে সরিয়ে দেওয়া হয়েছে। আইসিসি বিষয়টি জানে এবং দ্রুত তারা পদক্ষেপ নেবে বলেই আমি বিশ্বাস করি।'
এই অভিযোগকে কেন্দ্র করে বাংলাদেশ ক্রিকেটে সৃষ্টি হয়েছে অনিশ্চয়তা। আইসিসি অতীতে জিম্বাবুয়ে, নেপাল ও শ্রীলঙ্কায় বোর্ডে হস্তক্ষেপের ঘটনায় কঠোর ব্যবস্থা নিয়েছে। ফলে বিসিবির বর্তমান পরিবর্তন নিয়ে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থার প্রতিক্রিয়া কেমন হবে, তা নিয়ে কৌতূহল তৈরি হয়েছে।
এদিকে দায়িত্ব পাওয়া আমিনুল ইসলাম বুলবুল জানিয়েছেন, তিনি অস্থায়ী সময়ের জন্য এসেছেন এবং বিসিবির পরবর্তী নির্বাচনেই সবকিছু নির্ধারিত হবে। বলেন, 'আমি নির্বাচন আয়োজনের মাধ্যমে একটি স্বচ্ছ ও জবাবদিহিমূলক বোর্ড গঠনের পথ সুগম করতে চাই। এখানে দীর্ঘমেয়াদে থাকার আগ্রহ নেই।'