মুশফিক-লিটনের দাপট শেষেও বাংলাদেশের বিপর্যয়

গল টেস্টের দ্বিতীয় দিনটা বাংলাদেশের জন্য ছিল মিশ্র অভিজ্ঞতায় ভরা। আজ প্রথমার্ধে যেখানে দল দাপট দেখিয়েছে শান্ত, মুশফিক ও লিটনের দুর্দান্ত ব্যাটিংয়ে, ঠিক শেষ দিকে এসে সেই দৃঢ়তা যেন ভেঙে পড়ে বৃষ্টির পরপরই।

দিনের শুরুতে ৩ উইকেটে ২৯২ রান নিয়ে খেলা শুরু করে বাংলাদেশ। শ্রীলঙ্কান আক্রমণে শুরুতেই বিদায় নেন আগের দিনের নায়ক নাজমুল হোসেন শান্ত। ২৭৯ বলের ইনিংসে ১৪৮ রান করে ফেরেন তিনি। এরপর মাঠের নিয়ন্ত্রণ নেন মুশফিকুর রহিম ও লিটন দাস। একদিকে মুশফিকের পরিণত ব্যাটিং, অন্যদিকে লিটনের আক্রমণাত্মক ভঙ্গি—দুজন মিলে গড়েন ১৪৯ রানের দারুণ এক জুটি।

মুশফিক এগিয়ে যান দেড়শ পার করে, প্রায় পৌঁছে যাচ্ছিলেন ডাবল সেঞ্চুরির দোরগোড়ায়। লিটন তখন ফিফটি পেরিয়ে খেলছিলেন আত্মবিশ্বাসের সঙ্গে। সবকিছু ঠিকঠাক চলছিল, ঠিক তখনই হানা দেয় বৃষ্টি। চা বিরতির আগেই খেলা থেমে যায়, দীর্ঘ সময় বন্ধ থাকার পর যখন খেলা আবার শুরু হয়, তখনও ক্রিজে ছিলেন মুশফিক-লিটন জুটি।

কিন্তু ফিরেই যেন ছন্দপতন। ১৬৩ রানে মুশফিক এলবিডব্লিউ হন আসিথা ফার্নান্দোর বলে। পরের ওভারেই ফিরে যান লিটন, ৯০ রানে থেমে যায় তার ইনিংস। নার্ভাস নাইনটিজে থেমে যাওয়ার আক্ষেপটা তাই আরও তীব্র হলো।

এই দুই সেট ব্যাটারের বিদায়ের পর যেন হুড়মুড় করে ভেঙে পড়ে বাংলাদেশের ইনিংস। জাকের আলী, নাঈম হাসানরা বেশি কিছু করতে পারেননি। দ্রুত উইকেট হারিয়ে বাংলাদেশের স্কোর ৪৮৪/৯-দ্বিতীয় দিনের খেলা শেষ হয় এখানেই।

এক সময় যে ইনিংস ছুঁতে পারত ৫৫০–৬০০ রান, সেটাই বৃষ্টির পর নেমে আসে অনিশ্চয়তার ধাপে। এখন শেষ উইকেট জুটিতে বাংলাদেশের ভরসা নাহিদ রানা ও হাসান মাহমুদের ওপর। শ্রীলঙ্কা শেষ বিকেলে বল হাতে ফিরে এসেছে ম্যাচে। ফার্নান্দো, থারিন্দু ও মিলান রাত্নায়েকে তিনজনেই নিয়েছেন ৩টি করে উইকেট, আর দিন শেষে লঙ্কানদের হাসিই ছিল বড়।

সংক্ষিপ্ত স্কোর
বাংলাদেশ ১ম ইনিংস: ১৫১ ওভারে ৪৮৪/৯ (মুশফিক ১৬৩, নাজমুল ১৪৮, লিটন ৯০; মিলন ৩/৩৮, আসিতা ৩/৯০, থারিন্দু ৩/১৯৬)।

(২য় দিন শেষে)