তাইজুলের ম্যাজিকে লঙ্কানদের থামানো গেল, তবে চাপেই বাংলাদেশ

শ্রীলঙ্কা থেমেছে ৪৫৮ রানে। প্রথম ইনিংসে ২৪৭ রান করা এখন ২১১ রানে পিছিয়ে বাংলাদেশ। ৫ উইকেট নিয়েছেন তাইজুল ইসলাম। টেস্ট ক্যারিয়ারে ১৭তম বার ফাইফারের কীর্তি গড়লেন এই স্পিনার। 

কলম্বো টেস্টে তৃতীয় দিন সকালে ব্যাট করতে নেমে দ্রুত উইকেট হারাতে শুরু করে তারা। কিন্তু মাঝখানে কুশল মেন্ডিসের ব্যাটে কিছুটা প্রতিরোধ তৈরি হয়েছিল। ৮ চার ও ২ ছক্কায় ৮৭ বলে ৮৪ রানের ইনিংস খেলে সেঞ্চুরির সম্ভাবনা জাগিয়েছিলেন এই ডানহাতি ব্যাটার। তবে তাইজুল ইসলামের শর্ট বল কাভারের দিকে ঠেলে দ্রুত দ্বিতীয় রান নিতে গিয়ে রানআউট হন তিনি। ইবাদতের থ্রো ধরে লিটন দাস স্টাম্প ভাঙলে ভাঙে কুশলের ইনিংসও।

মেন্ডিসের বিদায়ের পর বেশি দেরি হয়নি ইনিংস গুটাতে। ১১৭তম ওভারে তাইজুলের পঞ্চম বলে বড় শট খেলতে গিয়ে মিড অনে ক্যাচ দিয়ে ফেরেন আসিথা ফার্নান্ডো। এই উইকেটেই পাঁচ উইকেট পূর্ণ করেন তাইজুল। দেশের বাইরে এটি তার পঞ্চম পাঁচ উইকেট এবং টেস্ট ক্যারিয়ারে ১৭তম।

এই ইনিংসে বাংলাদেশি স্পিনাররা চেষ্টা করেছেন নিজেদের সেরা পারফর্মটি তুলে ধরতে। তাইজুল ছাড়াও নাঈম হাসান নিয়েছেন ৩ উইকেট, নাহিদ রানা পেয়েছেন একটি। তবে পেসার ইবাদত ছিলেন উইকেটশূন্য।

প্রথম ইনিংসে ২৪৭ রান করা বাংলাদেশ এখন ২১১ রানে পিছিয়ে। দ্বিতীয় ইনিংসে বড় ব্যাটিং করার বিকল্প নেই টাইগারদের সামনে। না হলে হার শুধু সময়ের অপেক্ষা। চাপের মুখে লড়াইয়ে ফেরার সামর্থ্য দেখাতে হবে বাংলাদেশের ব্যাটারদের।

সংক্ষিপ্ত স্কোর-

বাংলাদেশ ১ম ইনিংস: ২৪৭

শ্রীলঙ্কা ১ম ইনিংস: (আগের দিন ২৯০/২) ১১৬.৫ ওভারে ৪৫৮