এএফসি অনূর্ধ্ব-১৭ এশিয়ান কাপ ২০২৬ বাছাইপর্বে আবারো বড় জয় পেলো বাংলাদেশ। টিমোর-লেস্তে (৫-০) আর ব্রুনেইয়ের (৮-০) বিপক্ষে টানা দুই বড় জয়ের পর আত্মবিশ্বাসে টইটম্বুর দলটি আবারও দেখাল দুর্দান্ত আক্রমণাত্মক ফুটবল আর শৃঙ্খলাবদ্ধ খেলা। বুধবার (২৬ নভেম্বর) চীনের ছংছিংয়ে নিজেদের তৃতীয় গ্রুপ-এ ম্যাচে লাল-সবুজের তরুণরা ৫-০ গোলে উড়িয়ে দিলো শ্রীলঙ্কাকে।
২৪ মিনিটে আসে বাংলাদেশের প্রথম গোল। আরিফের নিখুঁত ক্রসে ইকরামুল মাথা ছুঁইয়ে বল জালে পাঠান। পাঁচ মিনিট পরই ব্যবধান ২–০। অপুর চমৎকার পাস থেকে মানিক দারুণ কন্ট্রোল নিয়ে নিখুঁত ফিনিশে বাড়িয়ে দেন লিড। বাংলাদেশ আরও কয়েকবার চেষ্টা করলেও শ্রীলঙ্কা প্রথম এক ঘণ্টা আর গোল হজম করেনি। বিশেষ করে তাদের গোলরক্ষকের একের পর এক সেভে।
৬৪ মিনিটে এসে আবার জ্বলে ওঠে বাংলাদেশ। রিফাতের থ্রু পাস ধরে ফয়সাল ডিফেন্ডারকে কাটিয়ে ঠাণ্ডা মাথায় বল জালে পাঠান, স্কোরলাইন হয় ৩-০। এরপর শেষ দিকে আসে আরও দুই গোল। ৯০ মিনিটে বায়জিদের দূরপাল্লার দারুণ শটে স্কোরলাইন হয় ৪-০। কিছুক্ষণ পরে ফয়সাল দুর্দান্ত এক হাফ-ভলিতে করেন নিজের দ্বিতীয় গোল, বাংলাদেশের জয় নিশ্চিত হয় ৫-০ ব্যবধানে।
পুরো ম্যাচজুড়ে বল দখল, গতি আর আক্রমণে বাংলাদেশ আধিপত্য বিস্তার করে খেলেছে। শ্রীলঙ্কাকে কার্যত কোনো সুযোগই দেয়নি তরুণ লাল-সবুজরা। এই জয়ে সমীকরণ আরও রোমাঞ্চকর। গোল ব্যবধানে এগিয়ে থাকা চীনকে টপকাতে এখন বাংলাদেশ তাকিয়ে থাকছে ৩০ নভেম্বরের ‘গ্রুপ ফাইনালে’।
