টিকে থাকার লড়াইয়ে শেষ আশাটুকুও টিকল না চতুর্থ দিনে। কলম্বো টেস্টে আজ মাত্র ৩৪ বলেই গুটিয়ে গেল বাংলাদেশের ইনিংস। শেষ চার উইকেট হারিয়ে ইনিংস ও ৭৮ রানে হেরে মাঠ ছাড়ল নাজমুল হোসেন শান্তর দল। সঙ্গে সঙ্গে ১-০ ব্যবধানে সিরিজও গেল শ্রীলঙ্কার দখলে।
বড় ব্যবধানে এই হার আবারও টেস্ট ক্রিকেটে বাংলাদেশ দলের দুর্বলতাই চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল।
শ্রীলঙ্কার বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজে ১-০ ব্যবধানে পরাজিত হয়েছে বাংলাদেশ। কলম্বোতে অনুষ্ঠিত দ্বিতীয় টেস্টে স্বাগতিকদের কাছে ইনিংস ও ৭৮ রানে হেরেছে টাইগাররা।
চতুর্থ দিনের শুরুতেই দ্রুত ভেঙে পড়ে বাংলাদেশের দ্বিতীয় ইনিংস। ৬ উইকেটে ১১৫ রান নিয়ে দিন শুরু করলেও দলীয় সংগ্রহ গিয়ে থামে মাত্র ১৩৩ রানে। ইনিংসে মাত্র ১৮ রান যোগ করেই অলআউট হয় বাংলাদেশ।
প্রাবাথ জায়াসুরিয়া ছিলেন শ্রীলঙ্কার বোলিং নায়ক। এই বাঁহাতি স্পিনার ১৮ ওভারে ৫৬ রান দিয়ে নেন ৫ উইকেট। এর মাধ্যমে তিনি ২২ টেস্টে ১২ বার পাঁচ উইকেটের মাইলফলক ছুঁলেন। এছাড়া থারিন্ডু রাত্নায়েকে ও ধানাঞ্জয়া ডি সিলভাও পান গুরুত্বপূর্ণ উইকেট।
শ্রীলঙ্কার প্রথম ইনিংসে ৪৫৮ রানের বিশাল সংগ্রহের জবাবে বাংলাদেশ প্রথম ইনিংসে করে ২৪৭। ফলে ফলোঅন এড়াতে না পারা বাংলাদেশকে আবার ব্যাট করতে নামে। কিন্তু দ্বিতীয় ইনিংসেও ব্যাটিং ব্যর্থতা রয়ে যায় স্পষ্ট।
বাংলাদেশ টেস্ট মর্যাদা পাওয়ার ২৫ বছর পূর্তি উদযাপন করছে এই সময়েই টেস্ট ক্রিকেটে এটি দলটির ২২তম ইনিংস ব্যবধানে হার।
সিরিজ সেরা হয়েছেন শ্রীলঙ্কার পাথুম নিসাঙ্কা। টেস্ট সিরিজ শেষে এবার দুই দল মুখোমুখি হবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে, যার প্রথম ম্যাচ অনুষ্ঠিত হবে আগামী বুধবার, কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে।
সংক্ষিপ্ত স্কোর
শ্রীলঙ্কা: ৪৫৮।
বাংলাদেশ: ২৪৭ ও ১৩৩ ( মুশফিক ২৬, এনামুল ১৯, নাজমুল ১৯, মুমিনুল ১৫, লিটন ১৪; জয়াসুরিয়া ৫/৫৬, ধনঞ্জয়া ২/১৩, থারিন্দু ২/১৯)।
ফল: শ্রীলঙ্কা ইনিংস ও ৭৮ রানে জয়ী।
ম্যাচসেরা: পাতুম নিশাঙ্কা ।
সিরিজসেরা: পাতুম নিশাঙ্কা।