প্রেমাদাসায় টস হেরে বোলিংয়ে বাংলাদেশ

কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে আজ থেকে শুরু হলো বাংলাদেশ-শ্রীলঙ্কা ওয়ানডে সিরিজ। পূর্ণাঙ্গ অধিনায়ক হিসেবে নিজের প্রথম ম্যাচে টস জিততে পারেননি মেহেদী হাসান মিরাজ। টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন শ্রীলঙ্কার অধিনায়ক চারিথ আসালাঙ্কা। ব্যাটিংবান্ধব উইকেট হলেও স্পিনারদের জন্য কিছু সহায়তা থাকবে বলেও জানিয়েছেন তিনি।

বাংলাদেশের জন্য এই ম্যাচ এক নতুন যুগের সূচনা। ২০ বছর এবং ৩৩১টি ম্যাচ পর ওয়ানডে দলে নেই দেশের পাঁচ অভিজ্ঞ ক্রিকেটার-সাকিব, তামিম, মুশফিক, মাহমুদউল্লাহ এবং মাশরাফি। নতুন নেতৃত্বে, নতুন রূপে দল গড়তে আজ মাঠে নেমেছে এক ঝাঁক তরুণ।

আজকের ম্যাচে অভিষেক হয়েছে দুই ক্রিকেটারের-উইকেটকিপার-ব্যাটসম্যান পারভেজ হোসেন ইমন ও বাঁহাতি স্পিনার তানভীর ইসলাম। পারভেজ এর আগে ১২টি টি-টোয়েন্টিতে বাংলাদেশের হয়ে করেছেন ২০০ রান, স্ট্রাইকরেট ১৪০, একটি করে ফিফটি ও সেঞ্চুরি। তানভীর ৬টি টি-টোয়েন্টিতে নিয়েছেন ৪ উইকেট, ইকোনমি ৮।

দুই দলের একাদশ-
বাংলাদেশ:
তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, নাজমুল হোসেন শান্ত, লিটন দাস, তাওহীদ হৃদয়, জাকের আলী অনিক, মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, তানভীর ইসলাম, তানজিম হাসান সাকিব।

শ্রীলঙ্কা:
নিশান মাদুশকা, পাথুম নিসাঙ্কা, কুশল মেন্ডিস, কামিন্দু মেন্ডিস, চারিথ আসালাঙ্কা (অধিনায়ক), জানিথ লিয়ানাগে, মিলান রত্নায়েকে, ওয়ানিন্দু হাসারাঙ্গা, মাহিশ থিকশানা, ইশান মালিঙ্গা, আসিথা ফার্নান্দো।