আকাশে হেলিকপ্টারের গর্জন, মাঠজুড়ে রঙিন ধোঁয়া আর গ্যালারিতে ১৫ হাজার দর্শকের উন্মাদনা সব মিলিয়ে এক মহাকাব্যিক আবহে পর্দা নামছে বিপিএলের দ্বাদশ আসরের। দুবাই থেকে ২৫ লাখ ডলারে বিশেষভাবে বানিয়ে আনা হীরাখচিত ট্রফিটি প্রথমবারের মতো জনসমক্ষে এনে দর্শকদের চমকে দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
পুরো টুর্নামেন্টজুড়ে যে ট্রফিটি ছিল আড়ালে, শুক্রবার (২৩ জানুয়ারি) বিকেলে সেটি মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামের আকাশে ডানা মেলে। বিকেল সাড়ে ৪টার পর হেলিকপ্টারে করে ট্রফিটি মাঠে নিয়ে আসা হয়। ট্রফি নিয়ে অবতরণ করেন জাতীয় নারী দলের অভিজ্ঞ ক্রিকেটার সালমা খাতুন এবং যুব বিশ্বকাপজয়ী অধিনায়ক আকবর আলী। হেলিকপ্টারটি অবতরণের আগে কয়েকবার স্টেডিয়ামের আকাশে চক্কর দিয়ে দর্শকদের উত্তেজনা বাড়িয়ে দেয়।

মাঠে ট্রফি নামানোর পর লাল মখমলের কাপড় সরিয়ে সেটির আনুষ্ঠানিক উন্মোচন করেন দুই ফাইনালিস্ট অধিনায়ক রাজশাহী ওয়ারিয়র্সের নাজমুল হোসেন শান্ত ও চট্টগ্রাম রয়্যালসের শেখ মাহেদী হাসান। বড় পর্দায় প্রথমবারের মতো হীরাখচিত ট্রফির ঝলক দেখে গ্যালারিতে উপস্থিত হাজার হাজার দর্শক চিৎকারে ফেটে পড়েন। এরপর খোলা গাড়িতে করে ট্রফিটি পুরো মাঠ প্রদক্ষিণ করানো হয় এবং পুরো মাঠ ছেয়ে যায় রঙিন ‘কালার স্মোকে’।
ট্রফির আনুষ্ঠানিকতা শেষে ৫ মিনিটের একটি সংক্ষিপ্ত সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। যেখানে মূল আকর্ষণ ছিলেন জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা। ‘ও পৃথিবী এবার এসে বাংলাদেশ নাও চিনে’ গানের তালে তার অনবদ্য নাচ গ্যালারিতে উষ্ণতা ছড়ায়। উল্লেখ্য, বিপিএলের উদ্বোধনী অনুষ্ঠানেও সিলেটে পারফর্ম করেছিলেন এই অভিনেত্রী।

সন্ধ্যা ৬টায় শুরু হতে যাওয়া এই মেগা ফাইনালে লড়াই হবে দুই শক্তিশালী দলের। রাজশাহী ফ্র্যাঞ্চাইজি এর আগে ২০১৯ সালে একবার শিরোপার স্বাদ পেলেও চট্টগ্রামের জন্য এটি ইতিহাস গড়ার সুযোগ। বিপিএলের ইতিহাসে কখনো শিরোপা না জেতা চট্টগ্রাম রয়্যালস নাকি দ্বিতীয়বারের মতো রাজশাহী শেষ পর্যন্ত কার হাতে উঠছে ২৫ লাখ ডলারের এই হীরাখচিত ট্রফি, তা জানতে এখন কয়েক ঘণ্টার অপেক্ষা।
হেলিকপ্টারে করে মিরপুরে নামলো হীরাখচিত বিপিএল ট্রফি
