আরব আমিরাতে শুরু হতে যাচ্ছে এশিয়ার সবচেয়ে বড় ক্রিকেট আসর এশিয়া কাপ। ১১ দিন বাকি থাকতেই প্রস্তুতির গতি বাড়িয়েছে বাংলাদেশ দল। টুর্নামেন্টে অংশ নেওয়ার আগে নিজেদের ঝালিয়ে নিতে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে নেদারল্যান্ডসকে আতিথেয়তা দিচ্ছে টাইগাররা।
সিরিজের প্রথম ম্যাচ অনুষ্ঠিত হবে আগামী ৩০ আগস্ট সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। একই ভেন্যুতে দ্বিতীয় ও তৃতীয় ম্যাচ হবে ১ ও ৩ সেপ্টেম্বর।
সিরিজ শুরুর আগে বৃহস্পতিবার (২৮ আগস্ট) এক আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে বাংলাদেশ দলের অধিনায়ক লিটন দাস বলেন, সিলেটের উইকেট ব্যাটসম্যান ও বোলারদের জন্যই আদর্শ। এখানকার মতো কন্ডিশন আবুধাবিতেও থাকতে পারে। আমরা জানি এখানকার কন্ডিশনে কীভাবে খেলতে হয়। সেই অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে ফল বের করতে চাই।
তিনি আরও বলেন, ২০০-২৫০ রান করা এখন অভ্যাসের বিষয়। না পারলেও সেই ধারাবাহিকতা গড়ার চেষ্টা করবো।
নেদারল্যান্ডসের প্রসঙ্গে লিটন বলেন, তারা ভালো উইকেটে খেলে অভ্যস্ত। দুই দলের জন্যই এটা চ্যালেঞ্জ হবে। এশিয়া কাপের আগে কিছু খেলোয়াড়কে পরখ করার সুযোগ থাকলে সেটা নেবো, তবে জয়ের লক্ষ্য নিয়েই মাঠে নামবো।
তিনি যোগ করেন, আজকের দিনের ক্রিকেটে ফিটনেস অত্যন্ত গুরুত্বপূর্ণ। ঢাকায় ফিটনেস ট্রেনিং আমাদের কাজে দেবে। পাওয়ার হিটিং ক্লাস ছিল নতুন অভিজ্ঞতা। তবে এক-দুই দিনে কিছু বদলে যায় না। সময় দিতে হবে, প্রত্যেকে নিজের খেলায় ভিন্ন কিছু যোগ করতে চায়।
এশিয়া কাপের আগে এই সিরিজকে বাংলাদেশ দলের জন্য গুরুত্বপূর্ণ বলে মনে করছেন কোচিং স্টাফ এবং বোর্ডও। বিশেষ করে চোট কাটিয়ে ফেরা ও নবাগত খেলোয়াড়দের মূল্যায়ন করার সুযোগ হিসেবে দেখছে টিম ম্যানেজমেন্ট।