পাঁচ প্রতিষ্ঠান আগ্রহী, বিপিএলের দায়িত্বে আসছে বড় পরিবর্তন?

বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) নতুন রূপে সাজাতে উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এবার বিপিএলের মার্কেটিং ও ইভেন্ট ব্যবস্থাপনার দায়িত্ব নিতে আগ্রহ প্রকাশ করেছে পাঁচটি আন্তর্জাতিক ও দেশীয় স্পোর্টস ম্যানেজমেন্ট কোম্পানি। তাদের মধ্যে রয়েছে আন্তর্জাতিক অঙ্গনে অভিজ্ঞ কয়েকটি প্রতিষ্ঠানের নাম।

গত ১০ জুলাই বিসিবির পক্ষ থেকে প্রকাশিত দরপত্রের পর এই পাঁচটি প্রতিষ্ঠান আগ্রহপত্র জমা দিয়েছে। বিসিবির প্রকাশিত তালিকায় রয়েছে-এপেক্স স্পোর্টস কনসালটিং, আইএমজি, রিয়েল ইমপ্যাক্ট অ্যান্ড অ্যাবসোলুট লেজেন্ডস স্পোর্টস, দ্য আইপিজি গ্রুপ, মাইন্ড ট্রি লিমিটেড ও ট্রান্সপোর্টস গ্রুপ।

এই আবেদনগুলো এখন মূল্যায়ন করবে বিপিএল গভর্নিং কাউন্সিল। প্রাথমিক যাচাই-বাছাই শেষে চূড়ান্ত তালিকা তৈরি করে একটি প্রতিষ্ঠানকে দায়িত্ব দেওয়া হবে।

এই প্রতিষ্ঠানের মধ্যে সবচেয়ে অভিজ্ঞ আইএমজি। ২০০৮ সাল থেকে ২০২১ পর্যন্ত আইপিএলের ইভেন্ট ব্যবস্থাপনায় কাজ করেছে তারা। বিসিসিআইয়ের ঘনিষ্ঠ অংশীদার হিসেবে কাজ করার দীর্ঘ অভিজ্ঞতা তাদেরকে এই দৌড়ে অনেকটাই এগিয়ে রাখে। তেমনি, আইপিজি গ্রুপও পিছিয়ে নেই। পিএসএলের প্রথম আসর এবং আইএল টি-টোয়েন্টিতে তাদের উল্লেখযোগ্য অবদান রয়েছে।

এপেক্স স্পোর্টস কনসালটিং যদিও বড় কোনো ফ্র্যাঞ্চাইজি লিগে সরাসরি যুক্ত হয়নি, তবে এশিয়ার ক্রীড়া বাজারে নিজেদের অবস্থান তৈরি করেছে বিভিন্ন ক্রীড়া সংস্থার সঙ্গে কাজ করে।

ঘরোয়া পর্যায়ে এনসিএল টি–টোয়েন্টি নিয়ে বিসিবি এবার ভিন্নভাবে পরিকল্পনা করছে। এর আগে এই টুর্নামেন্টটি বিপিএলের ঠিক আগে হওয়ায় খেলোয়াড়দের ক্লান্তির অভিযোগ উঠেছিল। এবার পরিকল্পনা হচ্ছে, এনসিএল টি–টোয়েন্টির পরই হবে বিপিএলের ড্রাফট। এতে ফ্র্যাঞ্চাইজিগুলো পারফরম্যান্স দেখে দল গঠনের সুযোগ পাবে।

সব ঠিক থাকলে বিপিএলের পরবর্তী আসর শুরু হবে ২০২৫ সালের জানুয়ারিতে। ফেব্রুয়ারিতে মাঠে গড়াবে বিসিএলের চার দিনের আসর, যেখানে বিদেশি দল অংশ নেবে বলেও বিসিবির পরিকল্পনায় রয়েছে।