এশিয়া কাপে পাকিস্তানের তরুণ ওপেনার সাইম আইয়ুবের ব্যাটিং ব্যর্থতা রীতিমতো এসেছে আলোচনায়। টুর্নামেন্টে টানা তিন ম্যাচে শূন্য রানে আউট হয়ে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এক বিরল রেকর্ডের মালিক হয়েছেন তিনি।
প্রথম দুই ম্যাচে ভারত ও ওমানের বিপক্ষে প্রথম বলেই সাজঘরে ফিরেছিলেন সাইম। বুধবার রাতে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে প্রথম বল উতরে গেলেও দ্বিতীয় বলেই আউট হয়ে ফেরেন তিনি। ফলে ক্যারিয়ারের (৪২ ম্যাচে) অষ্টমবারের মতো শূন্যর স্বাদ পেলেন বাঁহাতি ব্যাটার।
আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ওপেনার হিসেবে টানা তিন ইনিংসে শূন্য রানে ফেরার তালিকায় এর আগে নাম তুলেছিলেন ওয়েস্ট ইন্ডিজের আন্দ্রে ফ্লেচার (২০০৯), পাকিস্তানের মোহাম্মদ হাফিজ (২০১২), রোয়ান্ডার ইমানুয়েল সাবেরিম (২০২২), নেপালের কুশাল ভুর্টেল, থাইল্যান্ডের চালোয়েমওং চাটফাইসান ও সিঙ্গাপুরের আর্নাভ মানোজ। এবার তাদের সঙ্গী হলেন সাইম।
সব মিলিয়ে ৫৬ ক্রিকেটার আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে টানা তিন ম্যাচে শূন্য রানে ফিরেছেন। তবে দুইবার এমন কীর্তি গড়েছেন কেবল শ্রীলঙ্কার দাসুন শানাকা। টানা চার ইনিংসে শূন্য রান করার বিশ্বরেকর্ড যৌথভাবে চারজনের। এ তালিকায় পাকিস্তানের আবদুল্লাহ শফিকের নামও আছে।
তবে সাইমের ব্যর্থতার মাঝেও দল জয় তুলে নিয়েছে। ম্যাচ শুরুর আগে রেফারিকে ঘিরে নাটকীয় পরিস্থিতি তৈরি হলেও শেষ পর্যন্ত খেলা শুরু হয় এক ঘণ্টা দেরিতে। সেখানে ব্যাটিংয়ে সংগ্রামী হলেও (১৪৭ রান), বোলারদের নিয়ন্ত্রিত নৈপুণ্যে সংযুক্ত আরব আমিরাতকে ৪১ রানে হারিয়ে সুপার ফোরে জায়গা করে নেয় পাকিস্তান। একই গ্রুপ থেকে ভারতও আগেই সুপার ফোর নিশ্চিত করেছে।