নারী ওয়ানডে বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচেই উজ্জ্বল বাংলাদেশ নারী দল। কলম্বোয় পাকিস্তানকে ৭ উইকেটে হারিয়ে জয় দিয়ে শুরু করেছে নিগার সুলতানার দল। ম্যাচের নায়ক বলা যায় দু’পক্ষেই-একদিকে বোলারদের দারুণ নিয়ন্ত্রিত আক্রমণ, অন্যদিকে ব্যাট হাতে অভিষেকী রুবাইয়া হায়দারের স্বপ্নের ফিফটি।
আজ টসে জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেয় পাকিস্তান। কিন্তু শুরুটা হয়ে যায় দুঃস্বপ্নের মতো। প্রথম ওভারেই দুই ব্যাটারকে সাজঘরে পাঠান তরুণ পেসার মারুফা আক্তার। ওমাইমা সোহাইল এবং সিদরা আমিন দুজনই ফিরেছেন শূন্য রানে। এর পর থেকে যেন নিয়মিত বিরতিতেই পড়তে থাকে উইকেট। মুনিবা আলির ১৭ এবং রামিন শামীমের ২৩ ছাড়া আর কেউই দাঁড়াতে পারেননি। অধিনায়ক ফাতিমা সানার ২২ রানের ইনিংস কিছুটা প্রতিরোধ গড়লেও শেষ পর্যন্ত ৩৮.৩ ওভারে মাত্র ১২৯ রানে গুটিয়ে যায় পাকিস্তান।
বাংলাদেশের হয়ে সেরা বোলার স্বর্ণা আক্তার-তিনি মাত্র ৫ রান খরচ করে তুলে নেন ৩ উইকেট। মারুফা আক্তার এবং নাহিদা আক্তার নিয়েছেন দুটি করে উইকেট। এছাড়া একটি করে উইকেট যায় নিশিতা নিশি, ফাহিমা খাতুন ও রাবেয়া খানের ঝুলিতে।
ছোট লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতে ফারজানা হক মাত্র ২ রানে আউট হয়ে ফেরেন। তবে সঙ্গী হারালেও রুবাইয়া হায়দার ঝিলিক উইকেটে ছিলেন দৃঢ়। অভিষেক ম্যাচে নার্ভাস না হয়ে ধৈর্য ধরে খেলতে থাকেন তিনি। শারমিন আক্তার সুপ্তা ১০ রানে ফিরলেও রুবাইয়ার সঙ্গে যোগ দেন অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। দুজনের জুটিতে এগিয়ে যায় বাংলাদেশ।
নিগার ২৩ রান করে ফিরলেও ঝিলিকের ব্যাট তখন আরও আত্মবিশ্বাসী। ধীরে ধীরে ফিফটির পথে এগিয়ে যান এই তরুণ ওপেনার। শেষ পর্যন্ত ৭৭ বলে ৫৪ রানে অপরাজিত থেকে দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন তিনি। অপরপ্রান্তে সোবহানা মোস্তারী খেলেন ঝড়ো ২৪ রানের ইনিংস।
৩১.১ ওভারে মাত্র ৩ উইকেট হারিয়ে জয় তুলে নেয় বাংলাদেশ। হাতে তখনও ছিল ১১৩ বল। পাকিস্তানের হয়ে উইকেট শিকার করেন রামিন শামীম, ফাতিমা সানা এবং ডায়ানা বাইগ।
সংক্ষিপ্ত স্কোর
পাকিস্তান: ৩৮.৩ ওভারে ১২৯/১০ (মুনিবা ১৭, রামিন ২৩, রিয়াজ ১৩, সিদরা নাওয়াজ ১৫, ফাতিমা ২২, নাতালিয়া ৯, ডায়ানা ১৬*; মারুফা ৭-০-৩১-২, নিশিতা ৬-০-২৮-১, নাহিদা ৮-১-১৯-২, ফাহিমা ৭-১-৩২-১, রাবেয়া ৭-২-১৩-১, স্বর্ণা ৩.৩-৩-৫-৩)
বাংলাদেশ: ৩১.১ ওভারে ১৩১/৩ (ফারজানা ২, রুবাইয়া ৫৪*, শারমিন ১০, নিগার ২৩, সোবহানা ২৪*; ফাতিমা ৮-১-৩০-১, ডায়ানা ৮-৩-১৪-১, রামিন ৫-০-২৫-১)
ফল: বাংলাদেশ ৭ উইকেটে জয়ী
প্লেয়ার অব দা ম্যাচ: মারুফা আক্তার