বাংলাদেশ-উইন্ডিজ সিরিজে বিদেশি তিন অফিসিয়াল

চলতি মাসেই বাংলাদেশ সফরে আসছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল। এই সিরিজকে সামনে রেখে প্রকাশ করা হয়েছে ম্যাচ অফিসিয়ালদের তালিকা। এবারের সিরিজে দায়িত্ব পালন করবেন বিদেশি তিনজন ম্যাচ অফিসিয়ালের মধ্যে একজন ম্যাচ রেফারি ও দুজন আম্পায়ার। তাদের সঙ্গে থাকবেন বাংলাদেশের পাঁচজন আম্পায়ার, যারা মাঠে এবং টিভি আম্পায়ার হিসেবে দায়িত্ব পালন করবেন।

বাংলাদেশের পক্ষ থেকে থাকছেন আইসিসির এলিট প্যানেলের সদস্য শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকত, সঙ্গে রয়েছেন মাসুদুর রহমান মুকুল, গাজী সোহেল, তানভীর আহমেদ ও মোর্শেদ আলী খান। বিদেশি আম্পায়ার হিসেবে দায়িত্ব পালন করবেন ভারতের জয়ারমন মদনগোপাল এবং নিউজিল্যান্ডের ক্রিস গ্যাফানি। পুরো সিরিজে ম্যাচ রেফারির দায়িত্বে থাকবেন ইংল্যান্ডের ডিন কসকার।

ওয়ানডে সিরিজের তিনটি ম্যাচই অনুষ্ঠিত হবে মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। ১৮ অক্টোবর প্রথম ওয়ানডেতে অন-ফিল্ড আম্পায়ার থাকবেন মদনগোপাল ও গাজী সোহেল। দ্বিতীয় ওয়ানডে, ২১ অক্টোবর, দায়িত্বে থাকবেন গ্যাফানি ও তানভীর আহমেদ, আর ২৩ অক্টোবর শেষ ম্যাচে মদনগোপাল ও মুকুল আম্পায়ার হিসেবে মাঠে নামবেন। প্রথম ও তৃতীয় ম্যাচে টিভি আম্পায়ারের দায়িত্ব পালন করবেন গ্যাফানি এবং চতুর্থ আম্পায়ার থাকবেন তানভীর আহমেদ। দ্বিতীয় ম্যাচে মদনগোপাল টিভি আম্পায়ার ও গাজী সোহেল চতুর্থ আম্পায়ারের দায়িত্বে থাকবেন।

২৭ অক্টোবর থেকে টি-টোয়েন্টি সিরিজ শুরু হবে, বাকি দুটি ম্যাচ যথাক্রমে ২৯ ও ৩১ অক্টোবর চট্টগ্রামে। এই সিরিজের সবগুলো ম্যাচেই দায়িত্বে থাকবেন বাংলাদেশি আম্পায়াররা। প্রথম ম্যাচে অন-ফিল্ড আম্পায়ার থাকবেন গাজী সোহেল ও মোর্শেদ আলী খান, দ্বিতীয় ম্যাচে সৈকত ও মোর্শেদ, আর শেষ ম্যাচে দায়িত্ব পালন করবেন  সৈকত ও মুকুল। প্রথম টি-টোয়েন্টিতে তৃতীয় আম্পায়ার হবেন তানভীর আহমেদ ও চতুর্থ মুকুল; দ্বিতীয় ম্যাচে মুকুল তৃতীয় ও সোহেল চতুর্থ; আর শেষ ম্যাচে গাজী সোহেল তৃতীয় ও মোর্শেদ আলী খান চতুর্থ আম্পায়ারের দায়িত্বে থাকবেন।