নারী ওয়ানডে বিশ্বকাপ

টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

নারী ওয়ানডে বিশ্বকাপের ম্যাচে আজ বাংলাদেশ মুখোমুখি নিউজিল্যান্ডের। গুয়াহাটিতে এই ম্যাচে টস হেরে ফিল্ডিংয়ে নিগার সুলতানার দল। 

শুক্রবার (১০ অক্টোবর) নিজেদের তৃতীয় ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ নিউজিল্যান্ড। গুয়াহাটির বারসাপারা ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি শুরু হয়েছে বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৩টায়। ম্যাচের আগে টস জিতে আগে ব্যাটিং বেছে নিয়েছে কিউই নারীরা। 

জয়ে ফেরার লড়াইয়ে বাংলাদেশের একাদশে আছে দুই পরিবর্তন। রিতুমনি ও সানজিদা আক্তার মেঘলার জায়গায় দলে এসেছেন সুমাইয়া ও নিশিতা আক্তার নিশি। এছাড়া আগের ম্যাচে মারুফা চোট পেলেও শঙ্কা কাটিয়ে একাদশ থাকছেন। 

এদিকে পাকিস্তানকে হারিয়ে নারী ওয়ানডে বিশ্বকাপ যাত্রা শুরু করেছিল বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচে শক্তিশালী ইংল্যান্ডের বিপক্ষেও জয়ের সম্ভাবনা জাগিয়েছিল নিগার সুলতানা জ্যোতির দল। কিন্তু আম্পায়ারের একাধিক বিতর্কিত সিদ্ধান্ত ও পেসার মারুফা আক্তার চোটে পড়ায় শেষ পর্যন্ত জয়ের দেখা পায়নি টাইগ্রেসরা। টুর্নামেন্টের গ্রুপপর্বে এখনও পাঁচ ম্যাচ বাকি নিগার সুলতানা জ্যোতিদের।

বাংলাদেশ একাদশ

রুবাইয়া হায়দার, শারমিন আক্তার, নিগার সুলতানা (অধিনায়ক ও উইকেটকিপার), সোবহানা মোস্তারি, সুমাইয়া আক্তার, স্বর্না আক্তার, ফাহিমা খাতুন, নাহিদা আক্তার, রাবেয়া খান, মারুফা আক্তার, নিশিতা আখতার নিশি।

নিউজিল্যান্ড একাদশ

সুজি বেটস, জর্জিয়া প্লিমার, আমেলিয়া কের, সোফি ডিভাইন (অধিনায়ক), ব্রুক হলিডে, ম্যাডি গ্রিন, ইসাবেলা গেজ (উইকেটকিপার), জেস কের, লিয়া তাহুহু, ইডেন কারসন, রোজমেরি মেয়ার।