আফগানিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে দুর্দান্ত ৩-০ ব্যবধানে জেতার পর ওয়ানডে ফরম্যাটে ছন্দ হারিয়ে ফেলেছে বাংলাদেশ। তিন ম্যাচের ওয়ানডে সিরিজে প্রথম দুটিতে হারে হাতছাড়া হয়েছে টাইগারদের। আজ ১৪ অক্টোবর আবুধাবিতে হতে যাচ্ছে তৃতীয় ও শেষ ওয়ানডে। এই ম্যাচে জয়ের বিকল্প নেই বাংলাদেশের সামনে-না হলে অপেক্ষা করছে হোয়াইটওয়াশের লজ্জা।
সিরিজের তৃতীয় ম্যাচের আগে আত্মবিশ্বাসী শোনালেন লেগ স্পিনার রিশাদ হোসেনকে। বাংলাদেশি দুই গণমাধ্যমকর্মীর সঙ্গে আলাপে তিনি বলেন, ‘আসলে শেষ ম্যাচটা, যেহেতু ২ ম্যাচ হেরেছি, আমাদের সবার প্ল্যান এখন শেষ ম্যাচ জিতে দেশে ফিরে পরের সিরিজে কীভাবে ভালো করা যায় সেটা দেখা।’ রিশাদের কণ্ঠে ভেসে উঠেছে জয়ের প্রত্যয়, সঙ্গে ভবিষ্যতের প্রতি আশাবাদ।
বাংলাদেশের দীর্ঘদিনের সমস্যা ব্যাটিংয়ে। আফগানিস্তানের বিপক্ষেও সেটি স্পষ্টভাবে চোখে পড়েছে, বিশেষ করে মাঝের ওভারে উইকেট হারানো এখন যেন নিত্যনৈমিত্তিক ব্যাপার। এই প্রসঙ্গে রিশাদ বলেন, ‘খারাপ দল বা ভালো দল নয় আসলে, আমরা সবাই ভুল করেছি। দল হিসেবে খারাপ সময় যাচ্ছে। আলোচনা হচ্ছে কীভাবে এটা নিয়ে কাজ করব, সবাই সবার দিক থেকে ১১০% দিচ্ছে। আশা করছি এখান থেকে তাড়াতাড়ি বের হয়ে আসব।’
ব্যাটিং ব্যর্থতার কারণ হিসেবে প্রতিপক্ষ বোলিং নয়, বরং নিজেদের ভুলকে দায়ী করেছেন তিনি, ‘প্রতিপক্ষের বোলার কেমন করছে সেটা আমাদের ভাবার বিষয় না। আমরা সবাই একটু একটু ভুল করছি দল হিসেবে। চেষ্টা করছি ভুলটা কীভাবে রিকোভার করা যায়, আশা করছি তাড়াতাড়ি ফিরব।’
সিনিয়র ক্রিকেটারদের ওয়ানডে থেকে বিদায়ের প্রভাব নিয়েও কথা বলেন এই তরুণ লেগ স্পিনার। তিনি বলেন, ‘আসলে এটা নিয়ে সেরকম কিছু বলার নেই। একটা নিউ জার্নিতে যাচ্ছি। এই সময়ে সবার সাপোর্ট বা বিশ্বাস থাকলে বেটার কিছু করব ইনশাআল্লাহ।’
রিশাদ মনে করেন, বর্তমান ব্যর্থতা ভবিষ্যতের জন্য শিক্ষার অংশ হতে পারে, ‘হতে পারে এখন ব্যাকফুটে আছি। সামনে ভালো কিছু করার জন্য লার্নিং প্রসেস হতে পারে। সামনে অনেক খেলা আছে, বিশ্বকাপ আছে। ম্যাচ ধরে ধরে চিন্তা করছি। সবাই চেষ্টা করছে ১০০% দেওয়ার জন্য।’
২০২৭ ওয়ানডে বিশ্বকাপে সরাসরি খেলা নিয়েও রয়েছে অনিশ্চয়তা। বর্তমানে আইসিসির ওয়ানডে র্যাঙ্কিংয়ে দশম স্থানে অবস্থান করছে বাংলাদেশ। ফলে বিশ্বকাপের বাছাইপর্ব এড়াতে হলে র্যাঙ্কিং উন্নতি করতেই হবে টাইগারদের। তবে রিশাদ আশাবাদী, ‘আমরা এতকিছু চিন্তা করছি না। সবার ১০০% বিশ্বাস আছে আমরা সরাসরি বিশ্বকাপে খেলব ইনশাআল্লাহ। আমাদের ব্যাটিং, বোলিং, ফিল্ডিং যেদিন একসঙ্গে ক্লিক করবে, ভারত-ইংল্যান্ড-অস্ট্রেলিয়া-কেউ আমাদের সামনে দাঁড়াতে পারবে না ইনশাআল্লাহ।’
দলের ব্যাটিং সমস্যা সমাধানে কোচিং স্টাফ কাজ করে যাচ্ছে বলেও জানান তিনি, ‘এটা তো কোচিং স্টাফের ব্যাপার। কোচরা আলোচনা করছেন। প্লেয়ার হিসেবে আমরা সবাই চেষ্টা করছি নিজেদের সেরাটা দেওয়ার, কোথায় ভুল হচ্ছে সেটা বের করে এগিয়ে যাওয়ার।’
আজ সন্ধ্যা ৬টা থেকে আবুধাবিতে শুরু হবে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডে ম্যাচটি। সরাসরি সম্প্রচার করবে টি স্পোর্টস ও নাগরিক টিভি।