ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজ জয়ের মিশনে মঙ্গলবার (২১ অক্টোবর) মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে মাঠে নামছে বাংলাদেশ। টানা চার ম্যাচ পর ওয়ানডেতে জয়ের স্বাদ পেয়েছে টাইগাররা। এবার লক্ষ্য সাড়ে তিন বছর পর ক্যারিবীয়দের বিপক্ষে আরেকটি সিরিজ জেতা।
মিরপুরের পিচ নিয়ে সমালোচনা থাকলেও ওয়েস্ট ইন্ডিজ শিবিরে তেমন অভিযোগ নেই। প্রথম ম্যাচে মাত্র ১৩৩ রানে অলআউট হয়ে হারের পরও তারা দ্বিতীয় ম্যাচে ঘুরে দাঁড়াতে মরিয়া।
অন্যদিকে, সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে থাকা বাংলাদেশের লক্ষ্য এবার হোয়াইটওয়াশ। স্পিন কোচ মুশতাক আহমেদ মনে করেন, দলের পক্ষে ৩-০ তে সিরিজ জেতা সম্ভব।
তিনি বলেন, আমি বিশ্বাস করি আমরা ৩-০’তে সিরিজ জিতবো। আমাদের ক্রিকেটারদের যথেষ্ট মেধা আছে। শুধু নিজেদের ওপর বিশ্বাস রাখতে হবে। আন্তর্জাতিক ক্রিকেটে নিজের ওপর আস্থা রাখাটাই ভালো করার মূল মন্ত্র।
দ্বিতীয় ওয়ানডেতে বাংলাদেশের দলে আসতে পারে দুটি পরিবর্তন। নাসুম আহমেদের অন্তর্ভুক্তিতে একাদশ থেকে ছিটকে যেতে পারেন তানভীর ইসলাম। ওয়ার্কলোড বিবেচনায় বিশ্রামে থাকতে পারেন পেসার তাসকিন আহমেদ। তার জায়গায় দেখা যেতে পারে তরুণ পেসার তানজিম হাসান সাকিবকে।
অন্যদিকে, সিরিজে টিকে থাকতে ওয়েস্ট ইন্ডিজও তাদের স্কোয়াডে এনেছে পরিবর্তন। নতুন দুই খেলোয়াড় যুক্ত হয়েছেন দলে, ফলে দ্বিতীয় ওয়ানডেতে তাদের একাদশেও আসতে পারে চমক।
মিরপুরে আজকের ম্যাচে জয় পেলে সিরিজ নিশ্চিত করবে বাংলাদেশ। হেরে গেলে সিরিজ সমতায় ফেরানোর লড়াইয়ে নামবে ওয়েস্ট ইন্ডিজ।
বাংলাদেশের সম্ভাব্য একাদশ
মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), নাজমুল হোসেন, সাইফ হাসান, নুরুল হাসান, তাওহীদ হৃদয়, সৌম্য সরকার, মাহিদুল ইসলাম অঙ্কন, তানজিম সাকিব, মোস্তাফিজুর রহমান, রিশাদ হোসেন ও নাসুম আহমেদ।