হাসপাতালে ভর্তি মাহমুদউল্লাহ

বাংলাদেশ জাতীয় দলের সাবেক অলরাউন্ডার মাহমুদউল্লাহ রিয়াদ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। চার দিন ধরে জ্বরে ভুগছিলেন তিনি। পরবর্তীতে পরীক্ষা-নিরীক্ষায় জানা যায়, তিনি ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়েছেন। বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

বিসিবির মেডিকেল বিভাগ সূত্রে জানা গেছে, মাহমুদউল্লাহর শারীরিক অবস্থার আগের তুলনায় কিছুটা উন্নতি হয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন, সবকিছু স্বাভাবিক থাকলে আগামী দুই-এক দিনের মধ্যেই তিনি হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়ে বাসায় ফিরতে পারবেন।

Mahmudullah Riyadh2

এর আগে, জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) টি-টোয়েন্টি আসরে দুই ম্যাচ খেলার পর ইনজুরিতে পড়েছিলেন মাহমুদউল্লাহ। ইনজুরির কারণে তিনি পরবর্তী ম্যাচগুলোতে মাঠে নামতে পারেননি। চোট কাটিয়ে ফেরার লক্ষ্যে নিয়মিত রিহ্যাব করছিলেন এই অভিজ্ঞ ক্রিকেটার। ঠিক এমন সময়ই ডেঙ্গুতে আক্রান্ত হয়ে চিকিৎসা নিতে হয় তাকে।

উল্লেখ্য, আন্তর্জাতিক ক্রিকেট থেকে আগেই অবসর নিয়েছেন মাহমুদউল্লাহ রিয়াদ। তবে ঘরোয়া ক্রিকেটে এখনও নিয়মিত খেলেন তিনি এবং তরুণ ক্রিকেটারদের অনুপ্রেরণা হয়ে আছেন।