গোলরক্ষকের দুর্দান্ত নৈপুণ্যে শিরোপা জিতল পিএসজি

নির্ধারিত সময়ে খেলা ১-১ সমতায় ছিল। এরপর পেনাল্টি শ্যুটআউটে টানা চারটি বল ঠেকিয়েছেন প্যারিসিয়ান সেইন্ট জার্মেইয়ের গোলরক্ষক মাতভেই সাফোনোভ। যার সুবাদে ব্রাজিলিয়ান ক্লাব ফ্ল্যামেঙ্গোকে হারিয়ে প্রথমবার ফিফা ইন্টারকন্টিনেন্টাল কাপের শিরোপা জিতল ফরাসি চ্যাম্পিয়নরা। এ নিয়ে ২০২৫ সালে ষষ্ঠ শিরোপা জিতল লুইস এনরিকের দল। 

তবে আগেরদিন বর্ষসেরা ফুটবলারের পুরস্কার জেতা উসমান দেম্বেলে ম্যাচের খলনায়ক বনে যাওয়ার শঙ্কায় ছিলেন। কারণ টাইব্রেকারে তিনি বল উড়িয়ে মারেন। পিএসজির রুশ গোলরক্ষক সাফোনোভের অবিশ্বাস্য দৃঢ়তায় একের পর এক শট ঠেকিয়ে বাঁচিয়ে দিলেন এবারের ব্যালন ডি’অর ও ফিফা দ্য বেস্ট–জয়ী দেম্বেলেকে। নায়ক বনে যাওয়া সাফানোভ গ্রীষ্মের সাইনিংয়ে পিএসজিতে যুক্ত হওয়ার পর নভেম্বর পর্যন্ত খেলার সুযোগই পাননি। নিয়মিত গোলরক্ষক লুকাস শ্যাভেলিয়রের ইনজুরি তার জন্য সুযোগ করে দেয়।

ফিফা ক্লাব বিশ্বকাপে ব্রাজিলিয়ান ক্লাব বোটাফোগোর বিপক্ষে হেরেছিল আসরের রানার্সআপ পিএসজি। সেখানে ফ্ল্যামেঙ্গোর পারফরম্যান্সও ছিল নজরকাড়া। ফলে ইন্টারকন্টিনেন্টাল কাপের ফাইনালের আগে ব্রাজিলিয়ান ক্লাবটিকে এড়াতে চেয়েছিলেন পিএসজি কোচ লুইস এনরিকে। কিন্তু শেষমেষ তারা লাতিন ক্লাব ফুটবলের সর্বোচ্চ প্রতিযোগিতা কোপা লিবের্তাদোরেসে চ্যাম্পিয়ন হওয়ায় ফাইনালে জায়গা করে নেয়। গতকাল (বুধবার) রাতে কাতারের আহমেদ বিন আলি স্টেডিয়ামে পিএসজি ও ফ্ল্যামেঙ্গোর লড়াইও বেশ রোমাঞ্চকর হয়েছে।

ম্যাচটি নির্ধারিত ও অতিরিক্ত সময়ে ১-১ সমতায় ছিল। এরপর টাইব্রেকারে ২-১ ব্যবধানে জিতেছে পিএসজি। ৬০ শতাংশ পজেশন নিয়ে ম্যাচজুড়ে আক্রমণেও দাপট ছিল তাদের। খিচা কাভারাৎস্খেলিয়ার গোলে ফরাসি জায়ান্টরা লিড নেয় ৩৮ মিনিটে। এরপর অনেক চেষ্টা করেও তারা আর গোলের দেখা পায়নি। অন্যদিকে, ৬২ মিনিটে মার্কিনিয়োসের ফাউলের সুবাদে পেনাল্টি পায় ফ্ল্যামেঙ্গো। যেখানে স্পট কিকে সফল হয়েছেন ক্লাবটির ইতালিয়ান মিডফিল্ডার জর্জিনহো।

টাইব্রেকারে পিএসজি ও ফ্ল্যামেঙ্গো নিজেদের প্রথম শটে গোল পায়। কিন্তু এর পরের গল্পটা কেবলই পিএসজি গোলরক্ষক সাফানোভের। মাঝে উসমান দেম্বেলে উড়িয়ে মারার পর ব্র্যাডলি বারকোলার শট ঠেকিয়ে ফ্ল্যামেঙ্গোর গোলরক্ষক ম্যাচ জমিয়ে তোলেন। শেষ পর্যন্ত জয় হয়েছে সাফানোভের প্রচেষ্টা। যা স্মরণীয় বছরের শেষদিকে আরেকটি শিরোপা এনে দিলো পিএসজির হাতে। ব্রাজিলিয়ান ক্লাব ফ্ল্যামেঙ্গো এবার চার দিনের ব্যবধানে কোপা লিবের্তাদোরেস ও স্বদেশি লিগ সেরি আয় চ্যাম্পিয়ন হয়েছিল।

চলতি বছর প্রথমবারের মতো উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ জিতে নিজেদের অপূর্ণতা ঘুচিয়েছে পিএসজি। লুইস এনরিকের হাত ধরে ইতিহাস গড়ার পর জিতল ষষ্ঠ শিরোপা। তাদের ট্রফি কেসে এবার একে একে উঠেছে ফরাসি সুপার কাপ, ফরাসি কাপ, লিগ আঁ, প্রথমবারের মতো উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ, উয়েফা সুপার কাপ ও ইন্টারকন্টিনেন্টাল কাপ।