সাফ নারী ফুটসাল 

নেপালকে ৩ গোলে হারালো বাংলাদেশ

থাইল্যান্ডের ব্যাংককে অনুষ্ঠিত সাফ নারী ফুটসাল চ্যাম্পিয়নশিপে নেপালকে ৩-০ গোলে হারিয়ে দাপুটে জয় পেয়েছে সাবিনা-কৃষ্ণারা।

সোমবার (১৯ জানুয়ারি ) ব্যাংককের ননথাবুরি স্টেডিয়ামে শুরু থেকেই আক্রমণাত্মক মেজাজে ছিল বাংলাদেশ। ম্যাচের ১৪ মিনিটে কৃষ্ণার পাস থেকে দারুণ ফিনিশিংয়ে দলকে লিড এনে দেন অধিনায়ক সাবিনা খাতুন। এরপর ১৯ মিনিটে নিজেই গোল করে ব্যবধান ২-০ করেন কৃষ্ণা রানী সরকার।

দ্বিতীয়ার্ধেও আধিপত্য বজায় রাখে বাংলাদেশ। ৩৩ মিনিটে বদলি খেলোয়াড় লিপি আক্তারের গোলে বড় জয় নিশ্চিত হয়। গোলবারে দেয়াল হয়ে দাঁড়িয়েছিলেন বাংলাদেশের কিপার স্বপ্না আক্তার ঝিলি। তার একের পর এক অসাধারণ সেভ নেপালকে কোনো গোল করতে দেয়নি। এই দাপুটে জয়ে পয়েন্ট টেবিলের শীর্ষস্থানে উঠে এসেছে বাংলাদেশ।