পেনাল্টি পেয়েও সুযোগ কাজে না লাগাতে পারার ব্যর্থতার খেসারত বড্ড বেশি দিতে হলো দক্ষিণ আফ্রিকাকে। আফ্রিকা কাপ অব নেশন্সে ১৯৯৬ সালের দলটি মালির কাছে ০-২ গোলে হেরে গেছে। ১৯৭২ সালের ফাইনালিস্ট মালি মাত্র ৬ মিনিটের ব্যবধানে গোল দুটো করে।
১৮ মিনিটের সময় দক্ষিণ আফ্রিকা পেনাল্টি পেয়েছিল। মালির সিকো নিয়াকাতা দক্ষিণ আফ্রিকার স্ট্রাইকার এভিডেন্স মাকগোপার মুখে কনুই দিয়ে আঘাত করলেও রেফারি ভিএআর দেখে পেনাল্টির সিদ্ধান্ত দেন। দক্ষিণ আফ্রিকার অধিনায়ক পার্সি টাউ পেনাল্টির সুযোগটি কাজে লাগাতে পারেননি। তবে মালি অধিনায়ক হামারি ট্রাওরে ঠিকই সুযোগ কাজে লাগিয়ে দলকে এগিয়ে নেন।
৬০ মিনিটের সময় ট্রাওরে এ গোলটি করেন। মাত্র ছয় মিনিট পরেই লাসিনে সিনায়োকো গোল করে দক্ষিণ আফ্রিকার ম্যাচে ফেরার পথ বন্ধ করে দেন।
দক্ষিণ আফ্রিকা তাদের পরবর্তী ম্যাচে নামিবিয়ার মুখোমুখি হবে। অন্যদিকে মালি খেলবে তিউনিসিয়ার বিপক্ষে।
এদিকে দিনের অন্য ম্যাচে নামিবিয়া ১-০ গোলে হারায় তিউনিসিয়াকে। একই ব্যবধানে বুরকিনা ফাসো হারায় মাউরিতানিয়াকে।