এশিয়ান কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে উজবেকিস্তানের কাছে বিধ্বস্ত হয়েছে ভারত। বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) রাতে তারা ০-৩ গোলে হেরেছে। প্রথম ম্যাচে অস্ট্রেলিয়ার কাছে হারা ভারতকে দ্বিতীয় ম্যাচেও তিক্ত স্বাদ হজম করতে হয়েছে। আর তাতেই এশিয়ান কাপ নিয়ে ভারতের স্বপ্ন বিধ্বস্ত হয়েছে।
ম্যাচটা যে কঠিন হতে যাচ্ছে তা শুরুতেই টের পেয়ে যায় ভারত। ম্যাচের মাত্র চতুর্থ মিনিটেই তারা পিছিয়ে পড়ে। ১৮ মিনিটের মধ্যে ভারতের স্বপ্ন ভঙ্গ করে দেয় উজবেকরা। ২-০ গোলে এগিয়ে যায় উজবেকিস্তান। প্রথমার্ধেই উজবেকিস্তান ব্যবধান ৩-০ করে নেয়। শেষ পর্যন্ত এ ব্যবধানটাই তারা ধরে রাখে।
গ্রুপের অন্য ম্যাচে অস্ট্রেলিয়া ১-০ গোলে হারিয়েছে সিরিয়াকে। এ জয়ের ফলে অস্ট্রেলিয়া এখন পয়েন্ট টেবিলে নেতৃত্ব দিচ্ছে। দুই ম্যাচ থেকে তাদের পয়েন্ট ৬। উজবেকিস্তানের পয়েন্ট ৪। সিরিয়ার সংগ্রহ ১। টানা দ্বিতীয় হারে চার দলের গ্রুপে ভারতের অবস্থান এখন সবার নিচে। পয়েন্টের খাতা শূন্য।
দিনের অন্য ম্যাচে প্যালেস্টাইন ও সংযুক্ত আরব আমিরাতের ম্যাচ ১-১ গোলে ড্র হয়েছে।