আফ্রিকান নেশনস কাপ

মিসরকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে কঙ্গো

আরো একবার মহাদেশীয় শ্রেষ্ঠত্বের লড়াইয়ে হতাশ হতে হলো টুর্নামেন্টের সবচেয়ে সফল দল মিসরকে। রোববার (২৮ জানুয়ারি) ম্যারাথান টাইব্রেকারে কঙ্গোর কাছে হেরেছে মিসর। তাদেরকে ৮-৭ গোলে কঙ্গো কোয়ার্টার ফাইনালে পৌঁছেছে। নির্ধারিত সময়ের খেলা ১-১ গোলে অমীমাংসিত ছিল।

টাইব্রেকারে একের পর এক গোল হওয়ার পর দুই দলের দুই গোলরক্ষকের লড়াইটা জমে ওঠে। আর সেখানেই হেরে যায় মিসরের গোলরক্ষক। মিসরের গোলরক্ষক আবু গাবালের শট ক্রসবারে লাগলে সতীর্থরা হতাশায় মুষড়ে পড়ে। অন্যদিকে কঙ্গোর গোলরক্ষক লিওনেল এম্পাসি ঠিকই বলকে জালে জড়িয়ে দেন। এতে করে আবারো বিদায় নিতে হয় সাতবারের চ্যাম্পিয়ন মিসরকে। কোয়ার্টার ফাইনালে কঙ্গো শুক্রবার গিনির বিপক্ষে খেলবে।

নির্ধারিত সময়ের খেলায় আগে গোল পেয়েছিল কঙ্গে। ৩৭ মিনিটে মেসচাক ইলিয়া গোল করে দলকে এগিয়ে নিয়েছিলেন। তবে খুব বেশিক্ষণ এ গোলের স্বস্তি থাকেনি তাদের। বিরতির আগেই পেনাল্টি থেকে গোল করে সমতায় ফেরায় মিসর। মোস্তফা মোহাম্মদ করেন গোলটি। টুর্নামেন্টে এটি তার চতুর্থ গোল। দ্বিতীয়ার্ধে কোনো দলই গোল না পাওয়া খেলা টাইব্রেকারে গড়ায়।

মিসরের বিরুদ্ধে এ নিয়ে ৫০ বছর পর জয়ের মুখে দেখলো কঙ্গো। ৫০ বছর আগে সেমিফাইনালে মিসরকে হারিয়েছিল কঙ্গো। সেবার তারা শিরোপাও জয় করেছিল।

একই দিন অনুষ্ঠিত অন্য ম্যাচে গিনি ১-০ গোলে ইকোয়াটোরিয়াল গিনিকে হারিয়ে শেষ আটে পৌঁছেছে। নাটকীয় জয় গিনির। ম্যাচের শেষ গোলটি করেন মোহাম্মদ বায়ো।