নাটকীয় জয়ে স্বাগতিক আইভরি কোস্ট বর্তমান চ্যাম্পিয়ন সেনেগালকে হারিয়ে আফ্রিকান নেশনস কাপের কোয়ার্টার ফাইনালে পৌঁছেছে। সোমবার চার্লেস কোনান বানি স্টেডিয়ামে অনুষ্ঠিত খেলায় টাইব্রেকারে তারা ৫-৪ গোলে জয় পায়। নির্ধারিত সময়ের খেলা ১-১ গোলে অমীমাংসিত ছিল।
দূর্ভাগ্য সেনেগালের। এগিয়ে থেকে জয় নিয়ে মাঠ ছাড়তে পারেনি।ম্যাচ শুরু হতে না হতেই এগিয়ে গিয়েছিল সেনেগাল। হাবিব দিয়ালোর গোলে চতুর্থ মিনিটে তারা ব্যবধান গড়ে নেয়। এ গোলেই তারা জয়ের সুবাতাস পেতে শুরু করেছিল। কেননা গোল পরিশোধ করার মতো তেমন সুযোগ পাচ্ছিল না আইভরি কোস্ট। কিন্তু দুর্ভাগ্য সেনেগালের। শেষ বাঁশি বাজার চার মিনিট আগে আইভরি কোস্টে সমতায় ফেরায়। আর কোনো গোল না হওয়ায় খেলা গড়ায় টাইব্রেকারে।
সেনেগালের গোলের রূপকার ছিলেন সাদিও মানে। তার ক্রস থেকে পাওয়া বলে হাবিব জোরালো শটে গোল করে দলকে এগিয়ে নিয়েছিলেন। কিছু সময় পর মানে লাল কার্ড পাওয়ার মতো অপরাধ করেও পার পেয়ে যান। মানে এর পর গোলের সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেননি।
সেনেগালের হয়ে টাইব্রেকারে নিয়াখাতে গোল করতে পারেননি। তার শট পোস্টে লাগে। তবে এ ব্যাপারে আইভরি কোস্ট শতভাগ সাফল্যের পরিচয় দেয়। আইভরি কোস্ট এখন কোয়ার্টার ফাইনালে। অথচ গ্রুপ পর্ব থেকে তাদের ছিটকে যাওয়ার শঙ্কা তৈরি হয়েছিল। কয়েকদিন আগে ইকোয়াটোরিয়াল গিনির কাছে তারা ০-৪ গোলে বিধ্বস্ত হওয়ায় এমন আশঙ্কা তৈরি হয়েছিল। এমন হারের পর কোচও বরখাস্ত হয়েছেন। সহকারী কোচ বর্তমানে দায়িত্ব পালন করছেন।
অন্য ম্যাচে কেপ ভার্দে ১-০ গোলে মৌরিতানিয়াকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে পৌঁছেছে।
