সৌদি আরবকে বিদায় করে এশিয়ান কাপ ফুটবলের কোয়ার্টার ফাইনালে পৌঁছেছে দক্ষিণ কোরিয়া। মঙ্গলবার (৩০ জানুয়ারি) এডুকেশন সিটি স্টেডিয়ামে অনুষ্ঠিত খেলায় দক্ষিণ কোরিয়া টাইব্রেকারে ৪-২ গোলে হারিয়েছে সৌদি আরবকে। নির্ধারিত সময়ের খেলা ১-১ গোলে অমীমাংসিত ছিল।
দুর্ভাগ্য সৌদি আরবের। রাউন্ড অব সিক্সটিনের এ লড়াইয়ে নিশ্চিত জয় দেখছিল তারা। কিন্তু ভাগ্যটা সহায় ছিল না তাদের। তাইতো ম্যাচ শেষে সৌদি আরব নয়, জয়োৎসব করেছে দক্ষিণ কোরিয়া। গোলশূন্য প্রথমার্ধের পর দ্বিতীয়ার্ধের শুরুতেই এগিয়ে গিয়েছিল সৌদি আরব। ৪৬ মিনিটে মূল্যবান গোলটি করেছিলেন আব্দুল্লাহ রাদিফ।
রাদিফের এ গোলেই জয়ের স্বপ্ন দেখছিল সৌদি আরব। কিন্তু এক ফুৎকারে তাদের স্বপ্ন ভঙ্গ হয়। যখন রেফারির শেষে বাঁশি শোনার অপেক্ষায় সৌদি খেলোয়াড়রা তখনই তারা শুনতে পায় দক্ষিণ কোরিয়ার ফিরে আসার গোলের শব্দ। ৯৯ মিনিটে দক্ষিণ কোরিয়াকে ম্যাচে ফেরান চো গুই সাং। তারপরের গল্প সৌদি আরবের জন্য একরাশ হতাশার।
অতিরিক্ত সময়ের খেলায় কোনো দল গোল করতে না পারায় খেলা গড়ায় টাইব্রেকারে। এ লড়াইয়ে সৌদি খেলোয়াড়রা চরম ব্যর্থতার পরিচয় দিয়েছেন। সৌদি আরবের সামি আল নাজেই ও আবদুল রহমান ঘারিব ট্রাইব্রেকারে গোল করতে ব্যর্থ হন। যা দক্ষিণ কোরিয়াকে ৪-২ গোলের জয় নিয়ে কোয়ার্টার ফাইনালে পৌঁছে দেয়।
দিনের অন্য ম্যাচে উজবেকিস্তান ২-১ গোলে থাইল্যান্ডকে হারিয়ে শেষ আটে পৌঁছেছে।