সিরি 'আ'তে প্রতিদ্বন্দ্বিতা নিষ্প্রাণ করে চলেছে ইন্টার মিলান। এ মৌসুমে শিরোপা লড়াইয়ে তারা কাউকে প্রতিদ্বন্দ্বিতার সুযোগই দিচ্ছে না। শুক্রবার (১৬ ফেব্রুয়ারি) রাতে সালেরনিতানাকে হারিয়ে ইন্টার মিলান নিজেদেরকে ধরা ছোঁয়ার বাইরে নিয়ে গেছে। নিজেদের মাঠের খেলায় ৪-০ গোলে জয় পেয়েছে তারা। এ জয়ের ফলে নিকটতম প্রতিদ্বন্দ্বীর সঙ্গে তাদের পয়েন্টের ব্যবধান বেড়ে ১০ হয়েছে।
মার্কাস থুরাম, লাউতারো মার্টিনেজ, ডেনজেল ডামফ্রাইস ও মার্কো আরনাউতোভিচ একটি করে গোল করেন।
এ ম্যাচে জয় নিয়ে ইন্টার মিলানের দুঃশ্চিন্তার কিছু ছিল না। প্রতিপক্ষের দুর্বলতাই ইন্টার মিলানকে স্বস্তিতে রেখেছিল। সিরি 'আ'র সবচেয়ে দুর্বল দল এই সালেরনিতানা। দুর্বল প্রতিপক্ষ পেয়ে ১৯ মিনিটেই ইন্টার মিলান দুই গোলে এগিয়ে যায়। ১৭ মিনিটের সময় কার্লোস অগাস্টোর কাছ থেকে বল পেয়ে থুরাম দূরপাল্লার জোরালো শটে দলকে এগিয়ে নেন। দুই মিনিট পর দারুণ বাঁকানো শটে লাউতারো মার্টিনেজ ব্যবধান দ্বিগুণ করেন। এ গোলেরও রূপকার ছিলেন অগাস্টো।
লাউতারোর এটা ছিল চলতি মৌসুমে বিশতম লিগ গোল। এ নিয়ে তৃতীয় খেলোয়াড় হিসেবে সিরি 'আ'তে টানা তিন মৌসুমে বিশ বা তার বেশি গোলের কীর্তি গড়লেন লাউতারো। তার আগে এ কীর্তি গড়েছেন গুইসেপ্পে মেজা ও স্তেফানো নেয়ার্স।
বিরতির আগেই ডামফ্রাইস গোল করে ইন্টার মিলানকে তিন গোলে এগিয়ে নেন। ম্যাচ শেষ হওয়ার কয়েক সেকেন্ড আগে বদলি খেলোয়াড় মার্কো আরনাউতোভিচ স্কোরশিটে নাম লেখান।
এ জয়ের ফলে সিমোন ইনজাঘির দলের বর্তমান পয়েন্ট ৬৩। দ্বিতীয় স্থানে থাকা জুভেন্টাসের পয়েন্ট ৫৩। সোমবার (১৯ ফেব্রুয়ারি) উদিনেসের কাছে জুভেন্টাসের হারের ফলে দুই দলের পার্থক্যটা এতটা বড় হয়ে দেখা দিয়েছে।
আগামী মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) ইন্টার মিলানের পরবর্তী ম্যাচ। চ্যাম্পিয়ন্স লিগে শেষ ষোলোর প্রথম রাউন্ডে তারা অ্যাতলেতিকো মাদ্রিদকে আতিথেয়তা দেবে।