ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

৬৪ বছর পর সিরি আ-তে দুর্দান্ত শুরু করল ইন্টার মিলান

আপডেট : ২৬ আগস্ট ২০২৫, ০৫:৩৩ পিএম

চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে প্যারিস সেন্ট জার্মেইনের (পিএসজি) কাছে ৫-০ গোলে বিধ্বস্ত হওয়ার ক্ষত এখনও তরতাজা। তবে সেই হতাশা কিছুটা হলেও মুছে ফেলল ইন্টার মিলান। সিরি আ-তে নতুন মৌসুমের সূচনায় তারাই এবার প্রতিপক্ষকে ৫-০ গোলে গুঁড়িয়ে দিল।

সান সিরোয় সোমবার (২৫ আগস্ট) রাতে তুরিনোকে উড়িয়ে দিয়ে দারুণ সূচনা করেছে ইন্টার। ম্যাচে জোড়া গোল করেছেন মার্কুস থুরাম। এক গোল করে নাম লিখিয়েছেন আলেসান্দ্রো বাস্তোনি, অধিনায়ক লাউতারো মার্তিনেজ ও নতুন মুখ ইয়োয়ান বনি। এটি ছিল ইন্টার মিলানের সিরি আ-তে গত ৬৪ বছরে সবচেয়ে বড় ব্যবধানে মৌসুম শুরু করার জয়। শেষবার এমনটা হয়েছিল ১৯৬১ সালে।

ম্যাচ শুরুর বাঁশি বাজার পর থেকেই দাপট দেখাতে শুরু করে ইন্টার। প্রথম মিনিটেই থুরামের হেড অল্পের জন্য বারের ওপর দিয়ে চলে যায়। অষ্টাদশ মিনিটে কর্নার থেকে বাস্তোনির হেডে এগিয়ে যায় তারা। প্রথমার্ধেই ব্যবধান বাড়ান থুরাম। পরে ৫১তম মিনিটে গোল করেন অধিনায়ক আর্জেন্টাইন তারকা মার্তিনেজ। থুরামের দ্বিতীয় গোল আসে ম্যাচের ৬২তম মিনিটে।

গত মাসেই দলে যোগ দেওয়া ২১ বছল বয়সী ফরাসি ফরোয়ার্ড বনি ৭২তম মিনিটে গোল করেন। চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালের ৫ গোল হজমের স্মৃতির কারণেই হয়তো এই ম্যাচে ৫ গোল করার চেয়েও গোল না খাওয়ার তৃপ্তির কথা বললেন থুরাম। তিনি বলেন, ‘এই জয়ের মানে হলো আমরা কোনো গোল হজম না করে ভালোভাবে শুরু করেছি, এটা গুরুত্বপূর্ণ।’

গত মৌসুমে এক পর্যায়ে ‘ট্রেবল’ জয়ের হাতছানি ছিল ইন্টার মিলানের সামনে। কিন্তু শেষ পর্যন্ত জেতা হয়নি কোনো শিরোপা। বিশেষ করে লিগে রানার্স আপ হওয়া ও পরে চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে গুঁড়িয়ে যাওয়ায় তাদের মৌসুম রূপ নেয় হতাশায়। নতুন মৌসুমে অবশ্য নিজেদের নতুন রূপে মেলে ধরতে চান থুরাম।

থুরাম বলেন, ‘এখন পর্যন্ত আমরা শতভাগ তৈরি নই। সেখানে পৌঁছাতে কঠোর পরিশ্রম করে যাচ্ছি। তবে এটি ভালো ম্যাচ ছিল। গত মৌসুমে যা হয়েছে, এখন তা অতীত। এটা নতুন অভিযান, আগের অভিজ্ঞতা থেকে আমরা শিখেছি।’

DR
আরও পড়ুন