সিরি আ শেষ হতে এখনো বেশ পথ বাকি। বেশির ভাগ দলের এখনো পাঁচটি করে ম্যাচ হাতে রয়েছে। তবে এরই মধ্যে এবারের শিরোপা জয় নিশ্চিত করে ফেলেছে ইন্টার মিলান। সোমবার (২২ এপ্রিল) রাতে অ্যাওয়ে ম্যাচে নগর প্রতিদ্বন্দ্বী এসি মিলানকে ২-১ গোলে হারিয়ে শিরোপা নিশ্চিত করেছে ইন্টার মিলান।
৩৩ ম্যাচ শেষে ইন্টার মিলানের পয়েন্ট ৮৬। ৬৯ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে এসি মিলান। মাত্র ৫ ম্যাচ বাকি থাকায় কোনো দলেরই এখন আর ইন্টারকে টপকানো বা তাদের পাশে আসা সম্ভব নয়।
তাইতো ম্যাচের শেষ বাঁশি বাজতেই লাউতারো মার্টিনেজ সতীর্থ ফেডেরিকো ডিমার্কোকে নিয়ে গোলপোস্টে চড়ে বসেন। স্টেডিয়াম জুড়ে শুরু হয় আতশ বাজির উৎসব। মাঠজুড়ে চলে খেলোয়াড়দের নাচনাচি।
ইন্টার কোচ সিমোন ইনজাগির এটা প্রথম লিগ শিরোপা। এর আগে অবশ্য বিভিন্ন ধরনের আটটি শিরোপার দেখা পেয়েছেন, তবে লিগে শিরোপা এবারই প্রথম।
মিলান তাদের বিশতম লিগ শিরোপা নিশ্চিত করার পথে এ মৌসুমে মাত্র একটা ম্যাচে হেরেছে, ড্র করেছে পাঁচ ম্যাচে। ম্যাচের শুরুতেই ইন্টার মিলান তার সমর্থকদের এ ম্যাচেই শিরোপা জয়ের বিষয়টি নিশ্চিত করে। ১৮ মিনিটে ফ্রান্সেসকো টট্টি গোল করে দলকে এগিয়ে নেন। দ্বিতীয়ার্ধের শুরুতে ব্যবধান দ্বিগুন করেন মার্কাস থুরাম। এসি মিলানের হয়ে ফিয়াকো টোমোরি ব্যবধান কমান ৮০ মিনিটে।
ম্যাচ ঘিরে যেমন টানটান উত্তেজনা ছিল, তেমনি মাঠে ছিল জোর প্রতিদ্বন্দ্বিতা। একই সঙ্গে কার্ডের ছড়াছড়ি। ম্যাচে তিন লাল কার্ডসহ আটবার কার্ড ব্যবহার করতে হয়েছে রেফারিকে। এসি মিলানের থিও হার্নান্দেজ ও ডেভিড কালাব্রিয়া এবং ইন্টারের ডেনজেই ডামফ্রাইস লাল কার্ড দেখেন। ইনজুরি সময়ে উত্তেজনার মাত্রা ছাড়িয়ে যাওয়ায় রেফারিকে এমন কঠোর হতে হয়েছিল। প্রথম দুটো লাল কার্ড ব্যবহৃত হয় ৯৩ মিনিটের সময়, আর তৃতীয়টি ৯৭ মিনিটে।
ইন্টার মিলান সর্বশেষ লিগ শিরোপার দেখা পেয়েছির ২০২০-২১ মৌসুমে। এবারের শিরোপা জয় নিশ্চিত করার মাধ্যমে ইন্টার মিলান দারুণ এক মাইলফলকে পৌঁছেছে। একদিকে শিরোপা সংখ্যায় নগর প্রতিদ্বন্দ্বী এসি মিলানকে পেছনে ফেলেছে। বর্তমানে ইন্টার মিলানের শিরোপা সংখ্যা ২০, এসি মিলানের ১৯। অন্যদিকে সিরি 'এ'তে প্রতি দশ শিরোপার জন্য জার্সিতে একটা করে স্টার যোগ হয়। সে বিচারে ইন্টার মিলানের জার্সিতে এখন দুটো স্টার থাকবে। সবচেয়ে বেশি স্টার রয়েছে জুভেন্টাসের জার্সিতে। দলটি ৩৬বার চ্যাম্পিয়ন হয়ে তিনটি স্টারের মালিক হয়েছে।
ম্যাচ শেষে ইন্টার মিলানের অধিনায়ক লাউতারো মার্টিনেজ বলেন, আমি আমার সতীর্থদের বলেছিলাম আমরা এমন একটা পরিস্থিতির সামনে দাঁড়িয়ে যে পরিস্থিতি আগে কখনো ঘটেনি। আমাদেরকে এই সুযোগ গ্রহণ করতে হবে। কেননা এই স্টেডিয়ামের পুরোটাই এখন আমাদের সমর্থকরা প্রাণবন্ত করে রেখেছে।