ইউরো কাপ

ক্রোয়েশিয়াকে উড়িয়ে দিল স্পেন

ইউরো ফুটবলের শিরোপা পুনরুদ্ধারের মিশন দারুণভাবে শুরু করেছে স্পেন। শনিবার (১৫ জুন) সাবেক চ্যাম্পিয়ন দলটি নিজেদের প্রথম ম্যাচে ক্রোয়েশিয়াকে ৩-০ গোলে হারিয়েছে। তিনটি গোলই প্রথমার্ধে এবং মাত্র বিশ মিনিটের ব্যবধানে। গোল তিনটি করেন আলভারো মোরাতা, ফ্যাবিয়ান রুইজ ও দানি কারভাহাল।

সুযোগ কাজে লাগিয়ে স্পেন প্রথম গোল পায় ২৯ মিনিটে। ক্রোয়েশিয়ান রক্ষণভাগের ভুলে বল পেয়ে ফ্যাবিয়ান চমৎকার এক পাস দেয় মোরাতাকে। ক্রোয়েশিয়ার গোলরক্ষক ডোমিনিক লিভাকোভিচকে ফাঁকি দিয়ে গোল করতে মোটেও ভুল করেননি তিনি।

তিন মিনিট পর স্পেন দ্বিতীয় গোল পায়। এবার ফ্যাবিয়ান আর গোলের রূপকার নন, নিজেই গোল করেন। প্রথমার্ধের ইনুজরি সময়ে কারভাহাল দলের হয়ে তৃতীয় গোল করে স্পেনের সহজ জয় নিশ্চিত করেন।