নেদারল্যান্ডসের বিপক্ষে অস্ট্রিয়ার নাটকীয় জয়

ছিটকে যাওয়ার শঙ্কা ছিল। কিন্তু ফেভারিট নেদারল্যান্ডসকে উড়িয়ে দিয়ে 'ডি' গ্রুপে চ্যাম্পিয়ন হয়ে নক আউট পর্বে পৌঁছেছে অস্ট্রিয়া। ৩-২ গোলে জয় পেয়েছে তারা। এ জয়ে ৬ পয়েন্ট নিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে অস্ট্রিয়া। ফ্রান্স হয়েছে দ্বিতীয়। তাদের পয়েন্ট ৫। আর নেদারল্যান্ডসের পয়েন্ট ৪।

'ডি' গ্রুপ থেকে অস্ট্রিয়া ও ফ্রান্সের পাশাপাশি নেদারল্যান্ডসও নক আউট পর্বে পৌঁছেছে। তৃতীয় সেরা দল হিসেবে তারা নক আউট পর্বে খেলবে।

ম্যাচের শুরুতেই নেদারল্যান্ডস আত্মঘাতি গোলে পিছিয়ে পড়েছিল। প্রথমার্ধে তারা আর সমতা আনতে পারেনি। তবে দ্বিতীয়ার্ধের খেলা শুরু হতে না হতেই কোডি গাকপোর গোলে তারা সমতা ফেরে। কিন্তু এই স্বস্তি বেশিক্ষণ স্থায়ী হয়নি তাদের। ঘড়ির কাটায় ম্যাচের বয়স এক ঘন্টায় পৌঁছানোর আগে অস্ট্রিয়া আবার এগিয়ে যায়। ৫৯ মিনিটে রোমানো গোল করেন।

এ গোলের অস্বস্তি বেশিক্ষণ বয়ে বেড়াতে হয়নি নেদারল্যান্ডসকে। ৭৫ মিনিটে মেমফিস দেপের গোল থেকে নেদারল্যান্ডস আবার সমতায় ফেরে। ফলে তারা এক পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ার সম্ভাবনা তৈরি করেছিল। এই সম্ভাবনাকে নেদারল্যান্ডস বাস্তবে রূপ দিতে পারেনি। ৮০ মিনিটের সময় মার্সেল সাবিতজের গোল করে অস্ট্রিয়াকে জয় এনে দেয়। নক আউট পর্বে অস্ট্রিয়া 'এফ' গ্রুপে রার্নাস আপের মুখোমুখি হবে।