আন্তর্জাতিক ফুটবলে শেষ ম্যাচ কিনা তা সময়ই বলে দেবে। তবে ৩৭ বছর বয়স্ক লুইস সুয়ারেজ যে কোপা আমেরিকায় শেষ ম্যাচ খেলে ফেললেন তা বলাই যায়। কোপায় শেষ ম্যাচে স্মরণীয় করে রাখার কাজও করেছেন উরুগুয়েন এই স্ট্রাইকার। রোববার (১৪ জুলাই) সকালে অনুষ্ঠিত স্থান নির্ধারণী ম্যাচে কানাডার বিপক্ষে শেষ সময়ে গোল করে ইতিহাসের পাতায় স্থান করে নিয়েছেন সুয়ারেজ। উরুগুয়ের তো বটেই কোপায় সবচেয়ে বেশি বয়সে গোল করার কীর্তি গড়েছেন তিনি।
কানাডার বিপক্ষে যখন গোল করেছেন সুয়ারেজ, তখন তার বয়স ৩৭ বছর পাঁচ মাস ২১ দিন।
সুয়ারেজের আজকের কীর্তির আগে কোপা আমেরিকায় সবচেয়ে বেশি বয়সে গোল করার কীর্তি ছিল আর্জেন্টিনার অ্যাঞ্জেল লাবরুনার। ১৯৫৬ সালের জানুয়ারিতে তিনি চিলির বিপক্ষে ৩৭ বছর ৩৪ দিন বয়সে গোল করেছিলেন।
কানাডার বিপক্ষে বদলি খেলোয়াড় হিসেবে মাঠে নেমেছিলেন সুয়ারেজ। ম্যাচের শেষ সময়ে হোসে মারিয়া জিমিনেজের কাছ থেকে পাওয়া বল জালে পাঠিয়ে দেন সুয়ারেজ। তার গোলেই উরুগুয়ে ম্যাচে সমতা আনে এবং খেলা টাইব্রেকারে গড়ায়। টাইব্রেকারেও সুয়ারেজ গোল করেন এবং উরুগুয়ে ৪-৩ ব্যবধানে জয় পায়।
এ ম্যাচের গোলের মাঝ দিয়ে জাতীয় দলের হয়ে সুয়ারেজ ৬৯তম গোল করলেন। আগেই তিনি উরুগুয়ের জার্সিতে সর্বোচ্চ গোলদাতা হয়েছেন। এবার তা আরও সমৃদ্ধ করেছেন। সে সঙ্গে গোল খরাও দূর করেছেন। ২০২২ সালের ২৯ মার্চ চিলির বিপক্ষে বিশ্বকাপ বাছাই পর্বে জাতীয় দলের হয়ে সর্বশেষ গোল করেছিলেন সুয়ারেজ।